""

রামগড়ে সেনাবাহিনী কর্তৃক এক স্কুলছাত্রসহ ৩ জনকে আটকের অভিযোগ


রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ

মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫

খাগড়াছড়ির রামগড়ে সেনাবাহিনী কর্তৃক ৯ম শ্রেণির এক স্কুলছাত্রসহ তিন জনকে আটকের অভিযোগ পাওয়া গেছে।

আজ মঙ্গলবার (৭ জানুয়ারি ২০২৫) সন্ধ্যা সাড়ে ৫টার সময় রামগড় বাজার থেকে বাড়ি ফেরার পথে বাটনাতলী আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা তাদেরকে আটক করে বলে স্থানীয়রা জানান।

আটককৃতরা হলেন- ‍উপল ত্রিপুরা, গ্রাম-হাচৌক পাড়া, সে চৌধুরী পাড়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র; সুমন ত্রিপুরা, গ্রাম- হাচৌক পাড়া ও রুবেল ত্রিপুরা, পিতা- সোনা ধন ত্রিপুরা, গ্রাম- হাচৌক পাড়া। এছাড়া রনি ত্রিপুরা, পিতা-খমিন্দ্র ত্রিপুরা নাামে একই গ্রামের আরেকজনকে আটক করা হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।

আটককৃত উক্ত তিন জনকে রামগড় থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের ছেড়ে দেওয়া হয়নি বলে জানা গেছে।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments