""

খাগড়াছড়ির জিরো মাইলে সুদর্শন ত্রিপুরার ঘর দখল নিয়ে ঠ্যাঙাড়েদের সশস্ত্র অবস্থান!


খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

সোমবার, ৯ জুন ২০২৫

খাগড়াছড়ির জিরো মাইল এলাকায় সুদর্শন ত্রিপুরার সরকারি অনুদানে প্রাপ্ত ঘরটি দখল নিয়ে সেনা মদদপুষ্ট ঠ্যাঙাড়েদের ১৫ জনের একটি সশস্ত্র দল সেখানে অবস্থান নিয়েছে বলে খবর পাওয়া গেছে।

আজ সোমবার (৯ জুন ২০২৫) এই ঘর দখলের ঘটনা ঘটে বলে জানা যায়।

সুদর্শন ত্রিপুরা জিরো মাইল এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত রায় রঞ্জন ত্রিপুরা।

তিনি বছর দুয়েক আগে সরকারি অনুদানে দুই রুমের একটি ঘর পান। তবে আপাতত তার সেই ঘরটি খালি রয়েছে।

জানা গেছে, গত কয়েকদিন যাবত ঠ্যাঙাড়েরা সুদর্শন ত্রিপুরার ওই ঘরটি ভাড়া নেওয়ার জন্য চেষ্টা করছে। কিন্তু সুদর্শন ত্রিপুরা ঝামেলা এড়াতে তাদেরকে ঘরটি ভাড়া দেবেন না বলে জানিয়ে দেন। তারপরও ঠ্যাঙাড়েরা ঘরটির ভাড়া দিতে তাকে বাধ্য করার চেষ্টা করে।

এরপরও তিনি ঘরটি ভাড়া না দিলে অবশেষে আজ (৯ জুন) নিউটন চাকমার নেতৃত্বে ১৫ জনের একটি সশস্ত্র টিম গিয়ে ঠ্যাঙাড়েরা সুদর্শন ত্রিপুরার সেই ঘরটি দখলে নিয়েছে এবং বর্তমানে সেখানে অবস্থান করছে বলে জানা গেছে।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments