![]() |
‘নাধেং খারা’ দিয়ে ঐতিহ্যবাহী খেলাধুলার উদ্বোধন করছেন দীঘিনালা উপজেলা চেয়ারম্যান ধর্মজ্যোতি চাকমা। |
দীঘিনালা প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ৩১ মার্চ ২০২৫
পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের প্রধান সামাজিক
উৎসব বৈ-সা-বি (বৈসু-সাংগ্রাই-বিঝু-বিষু-বিহু, চাংক্রান...) উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালা
উপজেলার বাবুছড়ায় ঐতিহ্যবাহী খেলাধুলার উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার (৩১ মার্চ ২০২৫) বিকাল ৫টায় বাবুছড়া
ইউনিয়নের এক খোলা মাঠে ‘নাধেং খারা’ (নাধেং খেলা) দিয়ে ঐতিহ্যবাহী খেলাধুলার শুভ উদ্বোধন করেন
দীঘিনালা উপজেলা চেয়ারম্যান ধর্ম জ্যোতি চাকমা।
আগামী ৬ এপ্রিল পর্যন্ত এ খেলাধুলা চলবে এবং
৬ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন
আয়োজকরা।
“সর্বজনীন বৈ-সা-বি উদযাপন কমিটি” এ অনুষ্ঠানের
আয়োজন করেছে।
অনুষ্ঠানের ব্যানার শ্লোগান হচ্ছে “বৈ-সা-বি হোক জাতীয় ঐক্যের মেলবন্ধন, আসুন, উৎসবে
ঐক্যবদ্ধ হয়ে ঐতিহ্য ও অস্তিত্ব রক্ষার্থে সুদৃঢ় করি ভ্রাতৃত্বের বন্ধন”।
খেলাধুলা উদ্বোধনের পর এক সংক্ষিপ্ত আলোচনা
সভা করা হয়।
শিক্ষক সজীব চাকমার সঞ্চালনায় ও বাবুছড়া ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মঞ্চে উপস্থিত
ছিলেন ধনপাদা মৌজা হেডম্যান যুব লক্ষন চাকমা, ৪ নং দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
চন্দ্র রঞ্জন চাকমা ও দীপুলাক্ষ চাকমা প্রমুখ।
বক্তারা আগামী ১ এপ্রিল থেকে ৬ এপ্রিল পর্যন্ত
খেলাধুলা এবং ৬ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা যাতে
শান্তিপূর্ণভাবে উদযাপিত হয় সেজন্য সকলের প্রতি আহ্বান জানান।
তারা আরো বলেন, প্রতি বছর পার্বত্য চট্টগ্রামসহ
বিদেশে বসবাসরত পাহাড়ি জাতিসত্তাগুলো বিভিন্ন নামে এই সামাজিক উৎসবটি পালন করে থাকে।
এ উৎসবের মাধ্যমেই সকলের মধ্যে ঐক্য-সংহতি জোরদার হয়। এবারের এই বৈ-সা-বি উৎসব যাতে
আমাদের জাতিগত ঐক্য আরো সুদৃঢ় হয় সেটাই আমাদের সকলের কাম্য।
আগামী ৬ এপ্রিল চাকমা সার্কেলের রাজা ব্যারিস্টার
দেবাশীষ রায় সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।