সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
সাজেকের বাঘাইহাটে এলাকার বয়স্ক ব্যক্তিদের স্নান করিয়ে, প্রণাম করে আশীর্বাদ
নিয়েছে একদল শিক্ষার্থী ও যুবক-যুবতী।
এলাকার ৬০ বছরের উর্ধ্বে ৪১ জন বয়স্ক নারী-পুরুষকে স্নান করায় তারা। স্নান করানোর পর শিক্ষার্থী ও যুবক-যুবতীরা প্রবীণদের প্রণাম করে আশীর্বাদ নেয়।
আজ সোমবার (১৪ এপ্রিল ২০২৫) চাকমাদের ‘গোজ্জেপোজ্জে বিঝু’ বা বাংলা নববর্ষ
১৪৩২ উপলক্ষে ‘বাঘাইহাট বৈসাবি উদযাপন কমিটি’ ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানের আয়োজন করে।
পুরনো দিনের এই ঐতিহ্যকে স্বাগত জানিয়েছেন এলাকার লোকজন।
এসময় বৈ-সা-বি (বৈসু-সাংগ্রাই-বিঝু-বিষু...) উৎসবে নিজস্ব ঐতিহ্য-সংস্কৃতি
সমুন্নত রাখার আহ্বান জানান বৈসাবি উদযাপন কমিটির সদস্য সচিব বাবু ধন চাকমা।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।