""

রাঙামটির কুদুকছড়ি ও ঘিলাছড়িতে বৈ-সা-বি র‍্যালি


রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ

শনিবার, ১২ এপ্রিল ২০২৫

সংঘাত নয়, ঐক্য চাই; নিপীড়নমুক্ত শান্তিপূর্ণ পরিবেশ চাই’ শ্লোগানে রাঙামাটির কুদুকছড়ি ও নান্যাচরের ঘিলাছড়ি ইউনিয়নে বৈ-সা-বি (বৈসু-সাংগ্রাই, বিঝু, বিষু) উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১২ এপ্রিল ২০২৫) সকাল ৮টার সময় ‘বৈসাবি উদযাপন কমিটি’র ব্যানারে কুদুকছড়ি মাউরুম কলেজ মাঠ থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক প্রদক্ষিণ করে কুদুকছড়ি বাজারের মাউরুম খালে গিয়ে ফুল নিবেদনের মধ্য দিয়ে শেষ হয়।





র‍্যালিতে এলাকার শিশ-কিশোর-কিশোরীসহ বিভিন্ন বয়সের শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

র‍্যালির শুরুতে বৈসাবি উদযাপন কমিটির পক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, কুদুকছড়ি ইউপি চেয়ারম্যান কানন চাকমা।

তিনি বলেন, বৈসাবি শুধু আনন্দ উৎসব নয়। বৈসাবি মানেই ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ব বন্ধন সুদৃঢ় করার দিনও। তিনি সবাইকে বৈসাবি’র চেতনা লালন করে সংঘাত বন্ধ করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।


এছাড়া একই সময়ে ও একই শ্লোগানে ঘিলাছড়ি বৈসাবি উদযাপন কমিটির ব্যানারে ঘিলাছড়ি ইউনিয়নে র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি পুকুরছড়ি থেকে শুরু হয়ে ভুইয়োআদামে গিয়ে শেষ হয় এবং সুখ-শান্তি ও মঙ্গল কামনায় মাউরুম খালে ফুল নিবেদন করেন অংশগ্রহণকারীরা।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







Post a Comment