![]() |
সেনাবাহিনীর নির্যাতনের শিকার হওয়া দুই ব্যক্তি। তাদের শরীরে আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে। |
মানিকছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার জামতলা এলাকায় সেনাবাহিনী এক গ্রামপুলিশসহ
২ জনকে শারিরীক নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ মঙ্গলবার (২২ এপ্রিল ২০২৫) এ নির্যাতনের ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার ব্যক্তিরা হলেন- গ্রামপুলিশ সদস্য সাথোই মারমা
ও মোটর সাইকেল চালক পাইহ্লাপ্রু মারমা।
জানা যায়, আজ বেলা ২টার সময় মানিকছড়ি সাব জোন থেকে একদল সেনাসদস্য
জামতলায় এসে হঠাৎ পাহাড়িদের দোকানপাট ও ঘরবাড়িতে তল্লাশি শুরু করে। সেনাদের এমন তল্লাশির
ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তল্লাশিকালে দোকানে ও বাড়িতে থাকা লোকজনকে নানা জিজ্ঞাসাবাদের
নামে হয়রানি করে সেনা সদস্যরা।
এ সময় দোকানে থাকা উক্ত দুই ব্যক্তিকে সেনারা ধরে অমানুষিক
শারিরীক নির্যাতন করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
তল্লাশিকালে সেনারা দোকানে থাকা লোকজনের কাছ থেকে ২ টি এন্ড্রয়েড
ফোন ও ২টি বাটন মোবাইল কেড়ে নিয়ে যায় বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।