""

মানিকছড়িতে এক গ্রামপুলিশসহ ২ জনকে সেনাবাহিনীর নির্যাতন

সেনাবাহিনীর নির্যাতনের শিকার হওয়া দুই ব্যক্তি। তাদের শরীরে আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে। 

মানিকছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার জামতলা এলাকায় সেনাবাহিনী এক গ্রামপুলিশসহ ২ জনকে শারিরীক নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ মঙ্গলবার (২২ এপ্রিল ২০২৫) এ নির্যাতনের ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার ব্যক্তিরা হলেন- গ্রামপুলিশ সদস্য সাথোই মারমা ও মোটর সাইকেল চালক পাইহ্লাপ্রু মারমা।

জানা যায়, আজ বেলা ২টার সময় মানিকছড়ি সাব জোন থেকে একদল সেনাসদস্য জামতলায় এসে হঠাৎ পাহাড়িদের দোকানপাট ও ঘরবাড়িতে তল্লাশি শুরু করে। সেনাদের এমন তল্লাশির ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তল্লাশিকালে দোকানে ও বাড়িতে থাকা লোকজনকে নানা জিজ্ঞাসাবাদের নামে হয়রানি করে সেনা সদস্যরা।

এ সময় দোকানে থাকা উক্ত দুই ব্যক্তিকে সেনারা ধরে অমানুষিক শারিরীক নির্যাতন করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

তল্লাশিকালে সেনারা দোকানে থাকা লোকজনের কাছ থেকে ২ টি এন্ড্রয়েড ফোন ও ২টি বাটন মোবাইল কেড়ে নিয়ে যায় বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







Post a Comment