মানিকছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২১ এপ্রিল ২০২৫
“পার্বত্য চট্টগ্রামে সেনা অপারেশন বন্ধ করে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত
কর’ শ্লোগানে ঢাকা বাংলা কলেজের শিক্ষার্থী অংসালা মারমাকে সেনাবাহিনী কর্তৃক অন্যায়ভাবে
আটকের প্রতিবাদে এবং রাঙামাটির কাউখালীতে সেটলার কর্তৃক পাহাড়ি তরুণীকে ধর্ষণের ঘটনায়
জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়ির মানিকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২১ এপ্রিল ২০২৫) সকাল ১০টায় ‘মানিকছড়ি সচেতন শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে মানিকছড়ি সদরে খাগড়াছড়ি – চট্টগ্রাম
সড়কের জামতলা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পেট্রোল পাম্প এলাকা ঘুরে এসে আবারও জামতলায় এসে
সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ শিক্ষার্থী আনু মারমা।
তিনি বলেন, জুলাই ছাত্র-গণঅভ্যুত্থানে হাসিনা সরকার পতন হলেও পার্বত্য চট্টগ্রামে
এখনো হাসিনার নিয়োজিতা সেনা কর্মকর্তারা বহাল রয়েছেন। তারা এখনো পাহাড়িদের ওপর নিপীড়ন-নির্যাতন
চালিয়ে যাচ্ছেন। নানা অজুহাতে সেনা অপারেশন চালিয়ে সাধারণ জনগণের ওপর জুলুম-নির্যাতন
চালানো হচ্ছে। শিক্ষার্থীরাও এ নিপীড়ন থেকে বাদ যাচ্ছেন না। গত ১৯ এপ্রিল, শনিবার রাতে
মানিকছড়ি থেকে ঢাকায় নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে যাবার সময় গুইমারার জালিয়া পাড়া থেকে রাষ্ট্রবিজ্ঞান
বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অংসালা মারমাকে সেনাবাহিনী আটক করেছে।
তিনি আরো বলেন, সম্প্রতি খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীকে
“অপহরণ” করা হয়েছে অভিযোগ করে তাদেরকে উদ্ধারের নামে সেনাবাহিনী সাধারণ জনগণের ঘরবাড়িতে
তল্লাশিসহ জনগণকে নানা হয়রানি করছে
তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে প্রতিনিয়ত মা-বোনেরা ধর্ষণের শিকার
হচ্ছে। গত ১৬ এপ্রিল দিবাগত মধ্যরাতে রাঙামাটির কাউখালীতে এক মারমা তরুণীকে বাড়ি থেকে
তুলে নিয়ে ধর্ষণ ও মারধর করা হয়েছে। এ ধর্ষণের ঘটনায় জড়িত ধর্ষক মো. ফাহিমকে প্রশাসন
এখনো গ্রেফতার করেনি।
তিনি অবিলম্বে অংসালা মারমাকে নিঃশর্ত মুক্তি, সেনা অপারেশন বন্ধ করে পার্বত্য
সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা এবং কাউখালীতে মারমা তরুণীকে ধর্ষণকারী মো.
ফাহিমসহ জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।