বান্দরবান, সিএইচটি নিউজ
সোমবার, ৫ মে ২০২৫
বান্দরবানের থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মংখয় পাড়া (খিয়াং
পাড়া) এলাকায় চিংমা খিয়াং(২৯) নামে এক নারীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
আজ সোমবার (৫ মে ২০২৫) এ ঘটনা ঘটে।
হত্যার শিকার হওয়া চিংমা খিয়াং মংখয় পাড়ার সুমন খিয়াং-এর স্ত্রী। তিনি ৩
সন্তানের জননী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ৬টার সময় চিংমা খিয়াং ধানের বীজ বপনের জন্য জুমে গিয়েছিলেন। জুম থেকে দুপুরে বাড়ি ফেরার কথা থাকলেও তিনি না ফিরলে পরিবারের লোকজনের মধ্যে সন্দেহ হয়। পরে গ্রামবাসীদের সাথে নিয়ে খোঁজাখুঁজির পর এক পর্যায়ে তারা জঙ্গলে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চিহ্ন দেখতে পায় এবং তা অনুসরণ করে খুঁজতে খুঁজতে বিকাল ৩টার দিকে তার লাশ খুঁজে পায় তারা। নির্মাণাধীন থানচি-রেমাক্রি-লেইক্রি সড়কের নালায় লাশটি বিবস্ত্র অবস্থায় পড়েছিল। মাথা থেতলানো, চোখ উপড়ে ফেলা ও রক্তাক্ত অবস্থায় লাশটি পাওয়া যায় বলে তারা জানান।
কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তার বিস্তারিত এখনো জানা যায়নি।
তবে স্থানীয়দের ধারণা, তিন জন সেটলার বাঙালি (শ্রমিক) তাকে জুম থেকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা করেছে।
উল্লেখ্য, এর আগে গতকাল (৪ মে) চিংমা খিয়াং তাদের জুমের দিকে রাস্তায় কাজ
করা ৩ জন বাঙালিকে অশোভন আচরণ করতে দেখে ভয়ে জুম থেকে বাড়িতে পালিয়ে এসেছিলেন বলে পরিবারের সূত্রে জানা
গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।