![]() |
প্রান্তর চাকমার ওপর হামলা চালাচ্ছে সেটলাররা। |
রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ১২ মে ২০২৫
রাঙামাটি শহরের বনরূপা বাজার এলাকায় সেটলার বাঙালিরা সমাবেশের নামে বিনা
উস্কানিতে এক পাহাড়ি যুবকের ওপর হামলা করেছে। হামলাকারীরা তার পরনের কাপড় চোপড় ছিঁড়ে দেয় এবং নগদ টাকাও কেড়ে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, আজ সোমবার (১২ মে ২০২৫) সকালে সেটলার বাঙালিরা রাঙাামটি শহরে “জাতীয় ঐকমত্য কমিশনে ইউপিডিএফের পার্বত্য চট্টগ্রামে ‘স্বায়ত্তশাসন’ প্রস্তাবের” প্রতিবাদের
নামে এক সমাবেশের আয়োজন করে।
সমাবেশে সেটলার সর্দার কাজী মুজিবুর রহমান পাহাড়িদের বিরুদ্ধে নানা বিদ্বেষমূলক
বক্তব্য দেন এবং অস্ত্র হাতে তুলে নেয়ারও হুমকি প্রদান করেন।
সমাবেশ চলাকালে সকাল ১১টার সময় বনরূপা বাজার এলাকায় সেটলার বাঙালিরা বিনা উস্কানিতে
এক পাহাড়ি যুবকের ওপর হামলা চালায়।
হামলার শিকার যুবকের নাম প্রান্তর চাকমা। তিনি বর্তমানে পপুলার ফার্মাসিউটিক্যাল
লি. এর রাঙাামটি এরিয়া বিক্রয় প্রতিনিধি বলে জানা গেছে।
সেটলাররা তাঁর পরনের কাপড়-চোপড় ছিঁড়ে ফেলে এবং কিল-ঘুষি দিয়ে তাঁকে মাটিতে ফেলে দেয়।
এতে তিনি আহত হয়েছেন বলে জানা গেছে।
এ সময় সেটলাররা তাঁর সাথে থাকা একটি মোবাইল ও কোম্পানির মালামাল বিক্রয়ের
নগদ ৪৩ হাজার টাকা সহ পকেট খরচের জন্য রাখা সকল টাকাও কেড়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাস্থলের আশে-পাশে পুলিশ উপস্থিত থাকলেও হামলকারীদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন
জন অবিলম্বে হামলাকারী সেটলারদের আইনের আওতায় আনার দাবি করছেন।
উল্লেখ্য, সমাবেশের প্রধান বক্তা কাজী মুজিবুর রহমান ওরফে কাজী মুজিব এক সময় বান্দরবান জেলা আওয়ামী লীগের নেতা ছিলেন। তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি-অনিয়ম, ভূমি বেদখলসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে। পরে তিনি সেটলারদের নিয়ে কথিত “পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ’ নাম দিয়ে একটি উগ্র সাম্প্রদায়িক সংগঠন গঠন করেন। কিন্তু চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে দেশে পট পরিবর্তন হলে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ-এ যুক্ত হন বলে জানা গেছে।
ইতোমধ্যে বান্দরবান থেকে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন ও আন্তর্জাতিক
অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। কিন্তু সরকার-প্রশাসন এখনো
তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। উল্টো তিনি এখন সেটলার বাঙালিদের উস্কে দিয়ে পাহাড়িদের
বিরুদ্ধে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে পাহাড়ের পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা
করছেন।
![]() |
কাজী মুজিবের বিরুদ্ধে দুদক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলার কাগজপত্র। |
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।