![]() |
কাউখালীতে উদ্ধারকৃত গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ছবি: প্রতিনিধি |
কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ১১ মে ২০২৫
রাঙামাটির কাউখালী উপজেলার পানছড়ি এলাকায় জনৈক মাদক ব্যবসায়ীর কাছ থেকে
উদ্ধারকৃত ৩০ কেজি গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে ইউপিডিএফের সদস্যরা।
আজ রবিবার (১১ মে ২০২৫) ইউপিডিএফ সংগঠক তারেক মারমার নেতৃত্বে গ্রামের গণ্যমান্য
ব্যক্তিগণের উপস্থিতিতে উদ্ধারকৃত এসব গাঁজা ধ্বংস করা হয়।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুব সমাজের প্রতিনিধিরা উপস্থিত
ছিলেন।
ইউপিডিএফ সংগঠক তারেক মারমা উপস্থিত যুবসমাজ ও গণ্যমান্য ব্যক্তিগণকে গাঁজাসহ
মাদক দ্রব্যের কুফল সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান।
মাদকের অবাধ ব্যবহার সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিসহ নানা সামাজিক অবক্ষয় ঘটছে
উল্লেখ করে তিনি সবাইকে মাদক ব্যবসা, মাদক সেবন ও উৎপাদনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ
ও সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।