""

কাউখালীতে নারী সমাবেশে আসা অতিথিদের ওপর সেটলার হামলার প্রতিবাদে মানিকছড়িতে মশাল মিছিল


মানিকছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

শুক্রবার, ১৩ জুন ২০২৫

রাঙামাটির কাউখালীতে কল্পনা চাকমার চিহ্নিত অপহরণকারীদের সাজার দাবিতে হিল উইমেন্স ফেডারেশনের আয়োজিত নারী সমাবেশে অংশগ্রহণ ও বক্তব্যদানের পর ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে সেনা-ডিজিএফআইয়ের মদদে সেটলার কর্তৃক বিপ্লবী ছাত্র মৈত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি নূজিয়া হাসিন রাশা, অ্যাক্টিভিস্ট মার্জিয়া প্রভা ও বিশ্ববিদ্যালয় শিক্ষক অলিউর সান-এর ওপর হামলার প্রতিবাদে খাগড়াছড়ি মানিকছড়িতে তাৎক্ষণিক মশাল মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।

বৃহস্পতিবার (১২ জুন ২০২৫) রাত ৮টায় মানিকছড়ি কলেজিয়েট উচ্চ বিদ্যালয় থেকে মশাল মিছিলটি শুরু হয়ে মানিকছড়ি গিরিমৈত্রী ডিগ্ৰি কলেজের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে শেষে আবারও কলেজিয়েট উচ্চ বিদ্যালয় এসে মিছিলটি শেষ হয় ।

সমাবেশে বক্তব্য রাখেন, পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক প্রাঞ্জল চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটি সদস্য অংহ্লাচিং মারমা।

বক্তারা কাউখালীতে সমাবেশে আগত অতিথিদের ওপর সেটলারদের ন্যাক্কারজনক হামলার নিন্দা জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী বরাবরেই সেটলারদের মদদ দিয়ে পাহাড়িদের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে আসছে। এখন পাহাড়িদের পক্ষে যারা কথা বলছে, পাহাড়িদের ন্যায়সঙ্গত দাবির পক্ষে সমর্থন জানাচ্ছে তাদের ওপরও সেটলারদের লেলিয়ে দেওয়া হচ্ছে। আজকে কাউখালীতে ঢাকা থেকে আসা অতিথিদের ওপর হামলা তারই প্রমান।

তারা আরো বলেন, ১৯৯৬ সালে ১২ জুন কল্পনা চাকমাকে সেনা কর্মকর্তা লে. ফেরদৌস গং কর্তৃক অপহরণ করা হয় । দীর্ঘ ২৯ বছরেরও তার কোন হুদিস আমরা পাইনি। দেশে এ যাবত অনেক সরকার বদল হলেও কল্পনা কোন সরকার কল্পনা চাকমার সন্ধান দিতে পারেনি। জুলাই গণঅভুত্থানে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের এ নিয়ে কোন উদ্যোগ নেই। তারা কল্পনা চাকমার চিহ্নিত অপহরণকারীদের গ্রেফতারপূর্বক কল্পনা চাকমার সন্ধান নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে হামলাকারী সেটলারদের চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







Post a Comment