আজ কাউখালীতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।
কাউখালি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ১৩ জুন ২০২৫
কাউখালিতে নারী সমাবেশে অংশগ্রহণকারী অতিথি বক্তা অলিউর সান, নূজিয়া হাসিন
রাশা ও মারজিয়া প্রভার ওপর সেটলাদের হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের অতি দ্রুত গ্রেফতারপূর্বক
শাস্তির দাবিতে আগামী সোমবার (১৬ জুন ২০২৫) কাউখালী বাজার বর্জনের ডাক দিয়েছে চার সংগঠন।
আজ শুক্রবার (১৩ জুন ২০২৫) বেলা ২টায় কাউখালীর ডাবুয়া এলাকায় হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ), গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের কাউখালী শাখাসমূহের যৌথভাবে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এই বাজার বর্জনের কর্মসূচি ঘোষণা করা হয়।
গত ১২ জুন কল্পনা চাকমা অপহরণের ২৯তম বার্ষিকীতে চিহ্নিত অপহরণকারী লে.
ফেরদৌস গংদের সাজার দাবিতে হিল উইমেন্স ফেডারেশনের আয়োজিত নারী সমাবেশে অংশগ্রহণ শেষে
ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রামে যাওয়ার পথে সেনা-গোয়েন্দা সংস্থার মদদে সেটলার সন্ত্রাসী
কর্তৃক ইউল্যাবের শিক্ষক অলিউর সান, বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাবি শাখার সভাপতি নূজিয়া
হাসিন রাশা ও অ্য্যাক্টিভিস্ট ও অধিকার কর্মী মারজিয়া প্রভা’র ওপর হামলার প্রতিবাদে
ও দোষীদের শাস্তির দাবিতে উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশের আগে ডাবুয়া বাজার থেকে একটি মিছিল বৃন্দাবন রাস্তায় গিয়ে সমাবেশে
মিলিত হয়।
“পাহাড় থেকে সেনা-সেটলার হটাও” শ্লোগানে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব
করেন ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় অর্থ সম্পাদক ক্যচিংঅং মারমা ও সঞ্চালনা
করেন পিসিপি’র কাউখালী উপজেলা সাধারণ সম্পাদক রনেল চাকমা।
সমাবেশে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, হিল উইমেন্স ফেডারেশনের জেলা কমিটির সভাপতি রিপনা চাকমা ও কাউখালী উপজেলা শাখার সহ-সভাপতি নন্দা চাকমা, পিসিপি'র রাঙামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক দীপায়ন চাকমা ও কাউখালী উপজেলা শাখার সভাপতি জিপল চাকমা এবং গণতান্ত্রিক যুব ফোরামের কাউখালী উপজেলা শাখার সভাপতি থুইনুমং মার্মা। এছাড়া সংহতি জানিয়ে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ ফটিকছড়ি ইউনিয়ন কমিটির সভাপতি বিউটি মার্মা।
হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী রিপনা চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামে বহু
বছর ধরে অমানবিক নিপীড়ন নির্যাতন চলে আসছে। পার্বত্য চট্টগ্রামের জনগণের অধিকারের দাবি
এবং কল্পনা চাকমার সন্ধান ও অপহরণকারী লে. ফেরদৌস গংদের সাজার দাবির প্রতি সংহতি জানাতে
গতকাল ঢাকা থেকে শিক্ষক অলিউর সান, অ্যাক্টিভিস্ট মারজিয়া প্রভা ও বিপ্লবী ছাত্র মৈত্রীর
ঢাবি সভাপতি নূজিয়া হাসিন রাশা কাউখালীর নারী সমাবেশে অতিথি হিসেবে এসেছিলেন। সমাবেশ
শেষে ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রামে যাওয়ার পথে বেতছড়ি নামক স্থানে সেটলাররা তাদের ওপর
ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। ফ্যাসিস্ট হাসিনা পতনের পরও এমন ন্যাক্কারজনক হামলা করতে
তারা কিভাবে সাহস পায়? এখানকার সেনা-প্রশাসন পার্বত্য চট্টগ্রামের জনগণের আন্দোলন দমিয়ে
রাখতে উগ্র সেটলার সন্ত্রাসীদের মদদ দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি অবিলম্বে চিহ্নিত হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। অন্যথায়
পার্বত্য চট্টগ্রামের জনগণ পদক্ষেপ নেবে বলে
হুঁশিয়ারি উচ্চারণ করেন।
নন্দা চাকমা বলেন, গতকাল নারী সমাবেশের অতিথি বক্তা মারজিয়া প্রভা, অলিউর
সান ও নূজিয়া হাসিন রাশার ওপর সেনা-গোয়েন্দাদের মদদে হামলা করা হয়েছে। হামলাকারীরা
কাউখালী কলেজ শাখা ছাত্র দলের নেতা বলে আমরা জানতে পেরেছি। তিনি অতি দ্রুত হামলাকারী
সন্ত্রাসীদের ও তাদের মদতদাতাদের আইনের আওতায় এনে শাস্তি প্রদানের দাবি জানান।
জিপল চাকমা বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে পার্বত্য চট্টগ্রামে সেনা-গোয়েন্দাদের
মদদে সেটলারসহ নব্য ফ্যাসিস্টরা উৎপাত শুরু করেছে। গতকাল নারী সমাবেশে আগত অতিথিদের
ওপর হামলার ঘটনা এই নব্য ফ্যাসিস্টরাই ঘটিয়েছে। ছাত্রদলের কাউখালী কলেজ কমিটির নেতারাই
এ হামলায় জড়িত রয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি অবিলম্বে মারজিয়া প্রভা, অলিউর সান ও নুজিয়া হাসিন রাশার ওপর হামলাকারীদের
অবিলম্বে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
দীপায়ন চাকমা বলেন, গতকাল কল্পনা চাকমার অপহরণকারীদের সাজার দাবিতে আয়োজিত
নারী সমাবেশে আসার কারণে অলিউর সান, মারজিয়া প্রভা ও নূজিয়া হাসিন রাশার ওপর সেনা মদদে
ছাত্রদল নামধারী সেটলাররা যে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে তা জনগণের স্বাধীন মত প্রকাশ
ও গণতান্ত্রিক অধিকারের ওপর চরম আঘাত। ফ্যাসিস্ট হাসিনা পতন পরবর্তী অন্তর্বর্তী সরকারের
সময়ে এ ধরনের ন্যাক্কারজনক হামলার ঘটনা পার্বত্য চট্টগ্রামে বাস্তবতা ও নিপীড়ন-নির্যাতনের
চিত্রকে আরো বেশি স্পষ্ট করেছে। অন্তর্বর্তী সরকার এ ঘটনার দায় কিছুতেই এড়াতে পারে
না।
তিনি বলেন, হামলাকারীদের যদি দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া
না হয়, তাহলে পার্বত্য চট্টগ্রামের ছাত্রসমাজ আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
সভাপতির বক্তব্যে ক্যচিঅং মার্মা সেনা মদদপুষ্ট সেটলার সন্ত্রাসীদের কর্তৃক
মারজিয়া প্রভা, অলিউর সান ও নুজিয়া হাসিন রাশার ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার
করা না হলে কাউখালীতে কঠোর থেকে কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সমাবেশে থেকে তিনি হামলার প্রতিবাদে ও হামলায় জড়িত সেটলার সন্ত্রাসীদের
অতি দ্রুত গ্রেফতারের দাবিতে আগামী সোমবার (১৬ জুন ২০২৫) একদিনের জন্য কাউখালি বাজার
বর্জনের কর্মসূচি ঘোষণা দেন এবং উপস্থিত জনতাকে স্বতঃস্ফূর্তভাবে বাজার বর্জন করার
আহ্বান জানিয়ে সমাবেশ সমাপ্তি ঘোষণা করেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।