""

খাগড়াছড়িতে ইউপিডিএফের সমাবেশে আসার পথে লোকজনকে পথে পথে বাধা!

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫

আজ (৫ আগস্ট) সকালে ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দিবস’ উপলক্ষে নিজস্ব দাবি নিয়ে খাগড়াছড়ি সদরে ইউপিডিএফের আয়োজিত বিক্ষোভ সমাবেশে যোগ দিতে আসা লোকজনকে পথে পথে বাধা দিয়েছে রাষ্ট্রীয় বাহিনীর মদদপুষ্ট ঠ্যাঙাড়ে বাহিনীর দুর্বৃত্তরা।

আজ সকালে দীঘিনালা থেকে আসার সময় লার্মা স্কয়ার এলাকায় ঠ্যাঙাড়ে দুর্বৃত্তরা লোকজনকে বহনকারী গাড়িগুলো আটকিয়ে দেয়। তাদের আর খাগড়াছড়িতে আসতে দেয়নি। ‘বিকালে বিএনপির প্রোগ্রাম রয়েছে’ এমন অজুহাতে বিএনপিরি পক্ষ হয়ে ঠ্যাঙাড়েরা এই বাধা প্রদান করে বলে জানা গেছে।

এই বাধাদানের প্রতিবাদে দীঘিনালায় তাৎক্ষণিকভাবে বিক্ষোভ করেছে সমাবেশে আসতে বাধাপ্রাপ্ত হওয়া ছাত্র-জনতা।

সমাবেশে আসতে বাধা দেয়ার প্রতিবাদে দীঘিনালায তাৎক্ষণিকভাবে বিক্ষোভ প্রদর্শন করেছে লোকজন।  

অপরদিকে, খাগড়াছড়ি শহরের প্রবেশমুখ ‘জিরো মাইল’ এলাকায় মহালছড়ি ও গুইমারা থেকে আসা সমাবেশগামী গাড়িগুলোকে আটকে দেয় ঠ্যাঙাড়েরা।

এছাড়া, পানছড়ি থেকে খাগড়াছড়ি সমাবেশে যোগ দিতে গাড়িতে করে আসার সময় ভাইবোনছড়ার দেওয়ান পাড়ায় ঠ্যাঙাড়েরা লোকজন বহনকারি গাড়িগুলোকে আটকায় এবং পূনরায় পানছড়িতে ফেরত পাঠিয়ে দেয়।

এদিকে, খাগড়াছড়ি সদরের উপজেলা মাঠে সমাবেশের জন্য জমায়েত হওয়া লোকজনকে লক্ষ্য করে সেনাবাহিনী ড্রোন উড়াচ্ছে বলে খবর পাওয়া গেছে। 



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments