""

খাগড়াছড়িতে ধর্ষণ, সহিংসতা ও রক্তপাতের ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি

 


ঢাবি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

খাগড়াছড়ি ও গুইমারায় সেনা-সেটলার বাঙালি কর্তৃক পাহাড়িদের ওপর হামলা, হত্যা,অগ্নিসংযোগ ঘটনায়ে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৫) এক বিবৃতিতে খাগড়াছড়ি জেলায় সহিংসতাঅস্থিরতা  রক্তপাতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা দুঃখ এবং ক্ষোভ প্রকাশ করে জানাচ্ছি যে, খাগড়াছড়ি এলাকায় ৮ম শ্রেণির একজন শিশুকে গণধর্ষণের মত ঘৃণ্য অপরাধ সংঘটিত হয়েছে। এই পরিপ্রেক্ষিতে এই পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে ন্যায়বিচার প্রতিবাদের আন্দোলনে যে অমানবিক নির্যাতন সহিংসতা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। ধরনের ঘটনা কখনই কাম্য নয়। আমরা দাবি জানাচ্ছি যে অপরাধীদের দ্রুততম সময়ে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। রাষ্ট্র যেন অবিলম্বে জাতি- ধর্ম নির্বিশেষে সবাইকে তার ন্যায্য অধিকার নিশ্চিত করে। সর্বোপরি দেশের নাগরিকদের প্রাণ সম্পদের নিরাপত্তা নিশ্চিত করে মানুষের আস্থা অর্জন করবে।

বিবৃতে ৩দফা দাবি জানানো হয়। শিক্ষার্থীদের দাবিসমূহ: . অপরাধের সাথে নিযুক্ত অন্যান্য দোষীদের পূর্ণ পরিচয় উদঘাটন করে দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, ২. সাম্প্রদায়িক উসকানি সহিংসতা বন্ধ করতে হবে এবং যে কোনো ধরনের বিদ্বেষমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, এবং ৩. আহত সকল ব্যক্তির জন্য, সে যে গোষ্ঠীর হোক না কেনো, দ্রুত চিকিৎসা এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা বিশ্বাস করি, ন্যায়বিচার শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠার জন্য প্রশাসনকে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদতথ্যছবি ,ভিডিওকনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments