সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
খাগড়াছড়িতে এক স্কুল ছাত্রীকে সংঘবব্ধ ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে শান্তিপূর্ণ অবরোধ চলাকালে সেনা-সেটলার কর্তৃক খাগড়াছড়ি সদর ও গুইমারায় হামলা-হত্যা-অগ্নিসংযোগের ঘটনার নিন্দা জানিয়েছেন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পালি বিভাগের সাধারণ শিক্ষার্থীরা।
আজ সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) চবি পালি বিভাগের
সাধারণ শিক্ষার্থী প্যাড সংযুক্ত এক বিবৃতিতে, খাগড়াছড়িতে চলমান সাম্প্রদায়িক সহিংসতা ও উদ্ভূত অস্থিতিশীল পরিস্থিতির জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের সাধারণ শিক্ষার্থীবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করছে।
বিবৃতিতে আরো উল্লেখ করা হয়,
গত ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যায় খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় ৮ম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা সংঘটিত হয়। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষকদের মধ্যে একজনকে গ্রেফতার করা হলেও বাকিদের এখনও পর্যন্ত গ্রেফতার করতে পারেনি প্রশাসন। ধর্ষণের ঘটনায় সুষ্ঠু বিচারসহ ধর্ষকদের গ্রেফতারের দাবিতে বিভিন্ন এলাকায় অবরোধ কর্মসূচি পালনকালে গত ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার রামসু বাজার এলাকায় ঘরবাড়ি, দোকানে লুটপাট ও অগ্নিসংযোগ করে দুষ্কৃতিকারীরা। এছাড়াও এর আগের দিন (২৭ সেপ্টেম্বর) খাগড়াছড়ি সদরে বৌদ্ধ বিহারে হামলার মতো ঘৃণ্য ঘটনা সংঘটিত হয়। খাগড়াছড়ি জেলার বিভিন্ন জায়গায় এমন উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীন পরিস্থিতি বিরাজ করছে। আমরা অতিদ্রুত ধর্ষণ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার এবং সাম্প্রদায়িক হামলায় জড়িতদের শাস্তির দাবি জানাই। বিবৃতিতে ৫দফা দাবি জানান।
শিক্ষার্থীদের দাবিসমূহঃ-১। স্কুল ছাত্রী ধর্ষণ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতারপূর্বক আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, ২। বৌদ্ধ বিহার-ঘরবাড়ি-দোকানপাট ভাঙচুর, লুটপাট ও হামলার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে হবে এবং ভুক্তভোগীদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে, ৩। সাম্প্রদায়িক হামলায় আহতদের প্রশাসনের পক্ষ থেকে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে ও ৪। উদ্ভূত পরিস্থিতিকে নিয়ন্ত্রণপূর্বক প্রশাসনের পক্ষ থেকে নিরপেক্ষ তদন্তের উদ্যোগ গ্রহণ করতে হবে। এছাড়াও অস্থিতিশীল পরিস্থিতিকে কাটিয়ে উঠতে সকলের কাছে সহযোগিতার প্রার্থনা করছি।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।