""

খাগড়াছড়িতে ধর্ষণ, সহিংসতা ও রক্তপাতের ঘটনায় ঢাবি অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের উদ্বেগ

 


ঢাবি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

খাগড়াছড়ি ও গুইমারায় সেনা-সেটলার বাঙালি কর্তৃক পাহাড়িদের ওপর হামলা, হত্যা,অগ্নিসংযোগ ঘটনায়ে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাধারণ শিক্ষার্থীরা।

২৮ সেপ্টেম্বর ২০২৫ ঢাবি লগো সংযুক্ত অর্থনীতি বিভাগের সাধারণ শিক্ষার্থীরা একটি প্যাডে দেওয়া এক বিবৃতিতে খাগড়াছড়ি জেলায় চলমান সহিংসতা, অস্থিরতা রক্তপাতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে আরো উল্লেখ করেন, গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় জেলার সদর সিঙ্গিনালা এলাকায় অষ্টম শ্রেণির এক ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। উক্ত ঘটনায় শয়ন শীল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হলেও বাকি অভিযুক্তদের এখনও গ্রেপ্তার করা হয়নি। সাম্প্রদায়িক সহিংসতার অংশ হিসেবে দোকান যানবাহন ভাঙচুর, নাশকতার চেষ্টা চলছে এবং বর্তমানে এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। আমরা স্পষ্টভাবে এই ভয়াবহ ধর্ষণ সাম্প্রদায়িক সংঘর্ষের তীব্র নিন্দা জানাই।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের দেওয়া বিবৃতিতে, অপরাধের সাথে নিযুক্ত অন্যান্য দোষীদের পূর্ণ পরিচয় উদ্ঘাটন করে দ্রুত গ্রেপ্তার এবং আইনের আওতায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, সাম্প্রদায়িক উসকানি সহিংসতা বন্ধ এবং যে কোনো ধরনের বিদ্বেষমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ও আহত সকল ব্যক্তির জন্য, সে যে গোষ্ঠীর হোক না কেনো, দ্রুত চিকিৎসা এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

বিবৃতি আরো বলেন, আমরা বিশ্বাস করি, ন্যায়বিচার শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠার জন্য প্রশাসনকে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments