![]() |
সেটলার বাঙালিরা রামেসু বাজারে আগুন দিয়ে দোকানপাট পুড়িয়ে দেয়। |
গুইমারা প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
খাগড়াছড়ির গুইমারা উপজেলার রামেসু বাজার এলাকায় অবরোধ পালনকারী ছাত্র জনতার ওপন সেনাবাহিনীর হামলা ও গুলির ঘটনায় এখন পর্যন্ত ৩ জনের লাশ উদ্ধারের তথ্য জানিয়েছে খাগড়াছড়ি জেলা প্রশাসন। তবে প্রকৃত নিহতের সংখ্যা এখনো পাওয়া যায়নি। এছাড়া হামলায় অন্তত ৩০ জন গুরুতর আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এ সংখ্যাও আরো বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনায় হতাহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
আজ রবিবার (২৮ সেপ্টেম্বর ২০২৫) দুপুরের দিকে এ বর্বরোচিত হামলার ঘটনাটি ঘটে।
সেনাবাহিনী সদস্যরা হামলার পরপরই সেটলার বাঙালিরা এসে হামলায় যোগ দেয়। তারা
রামেসু বাজারের দোকানগুলোতে আগুন ধরিয়ে দেয়, যেগুলো প্রায় সবই পাহাড়ির মালিকানাধীন।
এতে অন্তত ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে যায় বলে জানা গেছে। এছাড়া বেশ কিছু মোটর সাইকেল ও আশেপাশের বসতঘরও পুড়ে দেওয়া হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
![]() |
গুইমারায় সেনাবাহিনীর গুলিতে হতাহতদের কয়েকজন। |
এ ঘটনায় এখনো পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। নানা ভয় ও শঙ্কার মধ্যে রয়েছেন পাহাড়িরা।
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় মারমা কিশোরীকে
সংঘবদ্ধ ধর্ষণে জড়িত সকল অপরাধীকে দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে জুম্ম ছাত্র জনতার
ব্যানারে ২৪ সেপ্টেম্বর থেকে বিক্ষোভ, অবরোধসহ, সমাবেশসহ লাগাতার কর্মসূচি পালিত হচ্ছে।
গতকাল দিনব্যাপী অবরোধ পালনকালে খাগড়াছড়ি সদরে সেটলাররা হামলা চালালে পরিস্থিতি জটিল
আকার নেয়। এরই প্রেক্ষিতে জুম্ম ছাত্র জনতার পক্ষ থেকে আবারো লাগাতার অবরোধ কর্মসূচির
ঘোষণা দেওয়া হলে গুইমারা এলাকর জন্য অবরোধের সমর্থনে রাস্তায় নামে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।