খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
খাগড়াছড়ি ও গুইমারার সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সেনাবাহিনীর (আইএসপিআর) প্রকাশিত বিবৃতি সম্পূর্ণ মিথ্যা ও বিকৃত দাবি করে তা প্রত্যাখ্যান করেছেন খাগড়াছড়ি জুম্ম শিক্ষার্থীবৃন্দ।
আজ সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) খাগড়াছড়ি জুম্ম শিক্ষার্থীবৃন্দ পক্ষ থেকে কনক ত্রিপুরার স্বাক্ষরিত এক বিবৃতি বলেন, খাগড়াছড়ি ও গুইমারার সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সেনাবাহিনীর (আইএসপিআর) প্রকাশিত বিবৃতি সম্পূর্ণ মিথ্যা ও বিকৃত । শান্তিপূর্ণ ধর্ষণবিরোধী আন্দোলনকে দমন করার জন্য সেনা ও সেটলার গোষ্ঠী পরিকল্পিতভাবে সহিংসতা চালিয়েছে।
বিবৃতি আরো উল্লেখ করেন, উক্যনু মারমাকে ইউপিডিএফ ট্যাগ দিয়ে বিভ্রান্তি ছড়ানো একটি ঘৃণ্য ষড়যন্ত্র। তিনি জুম্ম ছাত্র-জনতার প্রতিবাদী কণ্ঠস্বর, কোনো দলের সদস্য নন।
আমরা বাংলাদেশ সেনাবাহিনী ও তাদের সহযোগী সেটলার জঙ্গী গোষ্ঠীর এই দমন-পীড়নের তীব্র নিন্দা জানাই এবং আইএসপিআর-এর মিথ্যাচারমূলক বিবৃতিকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।