""

সাজেকে জুমে ইঁদুরের উপদ্রব বৃদ্ধি, খাদ্য সংকটের আশঙ্কা


সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ

শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম এলাকায় জুমে ইঁদুরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। ইঁদুরগুলো জুমের পাকা ধান খেয়ে নষ্ট করে দিচ্ছে। ফলে ৬টি গ্রামে প্রায় দেড় শতাধিক জুমচাষী পরিবার খাদ্য সংকটে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে বলে জানা গেছে।

বিশেষ করে সাজেক ইউনিয়নের ৬, ৮ ও ৯ নং ওয়ার্ডের অন্তর্গত হোগড়া কিজিং, শিয়ালদাই, বেটলিং, থৈ-চৈ, তারুম পাড়া, অরুণ পাড়া এলাকায় জুমে ইঁদুরের উপদ্রব হচ্ছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

এর আগে বিগত ২০০২ সালেও ঐসব এলাকায় ইঁদুর বন্যায় জুমচাষীরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল।

স্থানীয়রা ক্ষতিগ্রস্ত জুম চাষীদের পাশে দাঁড়ানোর জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

ইতোমধ্যে বাঘাইছড়ি উপজেলা কৃষি বিভাগের একটি তদন্ত দল ঘটনাস্থলে গেছে। তারা ফিরলে বিস্তারিত জানা যাবে।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments