![]() |
| গ্রেফতারের শিকার হওয়া বাত্যারাম চাকমা। |
রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
খাগড়াছড়ির রামগড়ে সেনাবাহিনী স্থানীয় এক পাহাড়ি মোটর সাইকেল চালককে গ্রেফতার
করেছে বলে খবর পাওয়া গেছে।
গ্রেফতার হওয়া ব্যক্তির নাম বাত্যারাম চাকমা (৩২), পিতা- গম কুমার চাকমা,
গ্রাম- মরাকইল্যা, ৮নং ওয়ার্ড, পাতাছড়া ইউনিয়ন, রামগড়।
জানা যায়, আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) বিকাল সাড়ে ৩টার সময় দক্ষিণ লালছড়ি (রাবার বাগান) এলাকা থেকে বাটনাতলী আর্মি ক্যাম্পের একদল সেনা সদস্য বাত্যারাম চাকমাকে গ্রেফতার করে। এ সময় তিনি মোটর সাইকেলে যাত্রী পৌঁছে দেয়ার পর বাড়ি ফিরছিলেন।
পরে সেনারা তাকে রামগড় থানায় হস্তান্তর করে। তার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি
মামলা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
