""

ঘিলাছড়ির ভুইয়োদামে এক ব্যক্তির বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি


নান্যাচর প্রতিনিধি, সিএইচটি নিউজ

বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

রাঙামাটির নান্যাচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ভুইয়োদাম নামক গ্রামে সেনাবাহিনী এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।

তল্লাশির শিকার হওয়া ব্যক্তি বাংলাদেশের নারী ফুটবল দলের সদস্য রূপনা চাকমার আপন বড় ভাই বলে গ্রামাবসীরা জানিয়েছেন।

জানা যায়, আজ বুধবার (১৫ অক্টোবর ২০২৫) দুপুর ১:০০টার সময় কুদুকছড়ি সাব-জোন থেকে ২০-২২ জনের একটি সেনা দল হাজাছড়ি মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে অবস্থান নেয়। এসময় বিদ্যালয়ে নিয়মিত ক্লাস চলছিল। হঠাৎ সেনা সদস্যদের উপস্থিতি দেখে ক্ষুদে শিক্ষার্থীরা ভয় পেয়ে যায়।

এরপর সেনারা আক্রমণাত্মক ভঙ্গিতে ভুইয়োদাম গ্রামের ভিতর ঢুকে সাধারণ গ্রামবাসীদের হয়রানিমূলক নানা জিজ্ঞাসা করে। এসময় গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন।

গ্রামে ঢুকার পর সেনারা গ্রামের একটি ভাবনা কুঠিরের দিকে যায়। সেখানে যাওয়ার সময় এক বাসিন্দার বাড়িতে তল্লাশি চালায়।

তল্লাশির শিকার বাড়ির মালিকের নাম অডিল চাকমা (২৯), পিতা-মৃত বাধি চাকমা। এ সময় তিনি বাড়িতে ছিলেন না, তার স্ত্রী ঊষা চাকমা একা ছিলেন বলে জানা গেছে।

ভুক্তভোগী উষা চাকমা জানান, তল্লাশির একপর্যায়ে সেনারা তার কাছ থেকে মোবাইল কেড়ে নেয় এবং চেক করার পর আবার ফেরত দেয়।

যার বাড়িতে তল্লাশি চালানো হয়েছে তিনি বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্য (গোলরক্ষক) রূপনা চাকমার আপন বড় ভাই।

বাড়িটি তল্লাশি শেষে সেনা সদস্যরা কুঠির এলাকায় চারদিকে ঘোরাঘুরি করার পর পুনরায় হাজাছড়ি মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলে যায় এবং বর্তমানে সেখানে অবস্থান করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments