![]() |
| অনুষ্ঠানে মাথায় দানীয় বস্তু সহকারে তিন শহীদ পরিবারবর্গ। |
গুইমারা প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ৫ নভেম্বর ২০২৫
গুইমারার রামেসু বাজারে গত ২৮ সেপ্টেম্বর সেনা-সেটলার কর্তৃক সাম্প্রদায়িক
হামলার সময় সেনাবাহিনীর নির্বিচার গুলিতে শহীদ আখ্র মারমা, আথুইপ্রু মারমা ও থৈইচিং
মারমার সদগতি ও আহতদের সুস্থতা কামনায় গুইমারায় ধর্মীয় দানানুষ্ঠান করা হয়েছে।
আজ বুধবার (৫ নভেম্বর ২০২৫) সকালে ‘শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদ’-এর পূর্বঘোষিত
কর্মসূচির অংশ হিসেবে গুইমারার প্রধান একটি বৌদ্ধ বিহারে মহা সংঘদান ও অষ্ট পরিস্কার
দান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত ধর্মীয় অনুষ্ঠানে গুইমারা উপজেলার বিভিন্ন বৌদ্ধ বিহারের শ্রদ্ধেয়
ভিক্ষুগণ উপস্থিত হয়ে ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে ধর্ম দেশনা দেন। অনুষ্ঠানে রামেসু
বাজারে হামলায় নিহত তিন শহীদকে স্মরণ করে তাদের সদগতি কামনা এবং হামলায় আহত ও ক্ষতিগ্রস্ত
পরিবারসমূহের সকলের সুস্থতা, সুস্বাস্থ্য ও নিরাপদ জীবনের জন্য প্রার্থনা করা হয়।
মহতি এই ধর্মীয় দানানুষ্ঠানে শহীদ আখ্র মারমার মাতা ক্রাসং মারমা, শহীদ
থৈইচিং মারমার বাবা হ্লাচাই মারমা ও শহীদ আথুইপ্রু মারমার সহধর্মিনী নুনু মারমাসহ পরিবারের
লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তিন বীর শহীদ পরিবারের সদস্য ও হামলায় আহতদের সাথে একাত্মতা প্রকাশের
লক্ষ্যে গত ৩০ অক্টোবর প্রদীপ প্রজ্বলন কর্মসূচি থেকে শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদের আহ্বায়ক
রূপসা চাকমা এই ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পাদনের কর্মসূচির ঘোষণা দেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


