""

লংগদুতে চলমান সেনা অপারেশনে আরো দুই ব্যক্তি নির্যাতনের শিকার

প্রতীকী ছবি

লংগদু প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

রাঙামাটির লংগদু, নান্যাচর ও বন্দুকভাঙা এলাকায় গত ২৫ নভেম্বর ২০২৫ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু মাইনী জোনের অধিনায়ক (সিও) লে. কর্নেল নূর মোর্শেদ ও টুআইসি মেজর ফেরদৌস এবং নানিয়াচর জোনের অধিনায়ক (সিও) লে. কর্নেল মশিউর রহমান ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার শহীদুল ইসলামের নেতৃত্বে সেনা অপারেশন চলছে।

এই অপারেশনের পঞ্চম দিনে আজ শনিবার (২৯ নভেম্বর ২০২৫) লংগদু উপজেলার কাট্টলী আম বাগানে অবস্থানরত সেনা দলটি কর্তৃক আরো দুই ব্যক্তি শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন।

ভুক্তভোগীরা হলেন- আমবাগানের পার্শ্ববর্তী নিরীহ গ্রামবাসী লক্ষীকান্ত চাকমার ছোট ছেলে চিক্কো চাকমা (৩২) ও সুভাষ চন্দ্র চাকমার ছেলে আশালয় চাকমা (২৫)।

সেনারা তাদেরকে আম বাগানে ধরে নিয়ে যায়। সেখানে তাদের কাছ থেকে ‌‘সন্ত্রাসীদের নাম জানে কিনা, সন্ত্রাসীরা কোথায় থাকে?” এমন অহেতুক নানা প্রশ্ন করে। তারপর চোখ বেঁধে দিয়ে তাদেরকে পায়ে ও শরীরের নানা জায়গায় নির্যাতন করে।

এর আগে গত বৃহস্পতিবার রাতে সেনারা চিক্কো চাকমার বাড়ি থেকে দরজা ভেঙ্গে সোলার প্যানেল, ব্যাটারি, বাল্ব নিয়ে যায়। এছাড়া তারা চিক্কো চাকমার নারিকেল গাছ থেকে ইচ্ছামত ডাব পেড়ে নেয়।

উল্লেখ্য, এই সেনা সদস্যদের হাতে গত ২৬ নভেম্বর সুমন চাকমা (২২) ও জনক্কা চাকমা (১৭) নামে দুজন নির্যাতনের শিকার হয়েছিলেন।

জানা গেছে, কাট্টলীর আমবাগানে অবস্থানরত সেনা সদস্যরা আজ (শনিবার) ২টি ছাগল জবাই করেছে। প্রতিদিন তাদের খাদ্য সামগ্রীসহ নানা জিনিসপত্র নিয়ে লংগদু হতে আম বাগান আসা-যাওয়া অব্যাহত রয়েছে। তারা সেখানে একটি হেলিপ্যাড নির্মাণ করার জন্য মাটি কাটা, গাছ কাটা শুরু করে দিয়েছে। সেখানে হেলিকপ্টার ল্যান্ড করবে বলে জানা যাচ্ছে।

অপরদিকে, রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙা ইউনিয়নের ঢেবাছড়ায় অবস্থান করা সেনা দলটি আজ সকালে কুড়ামারা প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে অবস্থান করছে। সেখানে আগামীকাল (৩০ নভেম্বর) নান্যাচর জোনের সিও লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমানের যাওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

এছাড়া নান্যাচর উপজেলার থলচাপ ও হরিনাথ ছড়া স্কুলে অবস্থান করা সেনা সদস্যরাও এখনো সেখানে অবস্থান করছে।

সেনাবাহিনীর লাগাতার অপারেশনের কারণে এলাকার সাধারণ জনগণকে আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে। ফলে তাদের স্বাভাবিক চলাচল, দৈনন্দিন কাজকর্ম ও ছাত্র-ছাত্রীদের পড়াশুনার ব্যাঘাত ঘটছে বলে এলাকার লোকজন জানিয়েছেন।

এলাকাবাসী অবিলম্বে চলমান সেনা অপারেশন বন্ধ করে এলাকায় স্বাভাবিক পরিবেশ সৃষ্টির জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments