![]() |
| প্রতীকী ছবি |
পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের চিকন চান পাড়া গ্রামের তিন ব্যক্তি
সেনাবাহিনীর অমানুষিক নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) এ নির্যাতনের ঘটনাটি ঘটে বলে স্থানীয়রা
জানান।
নির্যাতনের শিকার গ্রামবাসীরা হলেন- ১. সোহেল চাকমা (৩২), পিতা-যামিনী রঞ্জন
চাকমা, ২. প্রীতি চাকমা (৩৪). পিতা-সাধন চন্দ্র চাকমা ও ৩. জ্ঞান শান্তি চাকমা (৩২),
পিতা- মানিক্য কিশোর চাকমা। তারা সবাই চিকন চান পাড়ার বাসিন্দা।
জানা যায়, গতকাল সকাল ১০টার সময় চাম্মে আদাম এলাকায় স্থাপিত অস্থায়ী সেনা
ক্যাম্প থেকে ১৫-২০ জনের একদল সেনা সদস্য চিকন চান পাড়ায় যায়। সেখানে জনপ্রতিনিধিসহ
বেশ কয়েকজনকে সেনারা জিম্মি করে “ইউপিডিএফ’র লোকজন কোথায়, তারা কোথায় খানা খেয়েছে,
তাদেরকে কেন খানা দিয়েছ?” ইত্যাদি হয়রানিমূলক জিজ্ঞাসাবাদ করে এবং ইউপিডিএফের লোকজনকে
দেখিয়ে দিতে বলে।
পরে বেলা আড়াইটার দিকে সেনা সদস্যরা জিম্মি গ্রামবাসীদের সাথে নিয়ে কয়েকটি
স্থানে অভিযান চালায়। কিন্তু তাতে কোন কিছু না পেয়ে সন্ধ্যার সময় চাম্মে আদাম এলাকায়
যায়। সেখানে জিম্মি গ্রামবাসীদের মধ্য থেকে উক্ত তিন জনকে লাঠি ও বন্দুকের বাট দিয়ে
অমানুষিক শারীরিক নির্যাতন করে এবং পায়ের বুট দিয়ে পিষ্ট করে।
এসময় সেনারা নির্যাতনের খবরটি প্রচার হলে ভুক্তভোগীদের গুলি করে মেরে ফেলার
হুমকি দেয়।
জেএসএস সন্তু গ্রুপের মিথ্যা তথ্যের ভিত্তিতে সেনারা উক্ত তিন গ্রামবাসীর
ওপর নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
এলাকাবাসীর অভিযোগ, চিকন চান পাড়ার পার্শ্ববর্তী মাছ্যছড়ায় গত ৩ মাস ধরে
জেএসএস সন্তু গ্রুপের একদল সশস্ত্র সদস্য অবস্থান করছে। তাদের বিরুদ্ধে এলাকার জনগণের
অভিযোগ সত্ত্বেও সেনাবাহিনী কোন পদক্ষেপ না নিয়ে উল্টো সাধারণ জনগণের ওপর জুলুম-নির্যাতন
চালাচ্ছে।
তারা তিন গ্রামবাসীকে নির্যাতনের বিচার এবং অবিলম্বে জনগণের ওপর নিপীড়ন-নির্যাতন,
হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
