""

সেনাবাহিনীর সহায়তায় পানছড়িতে সন্তু গ্রুপের সশস্ত্র তৎপরতা!


পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

সেনাবাহিনীর সহায়তায় জেএসএস সন্তু গ্রুপের একদল সশস্ত্র সদস্য পানছড়ির রাজকুমার পাড়া এলাকায় প্রবেশ করলে জনমনে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়। তবে জনগণের প্রতিরোধে পরে তারা সেখান থেকে সরে যেতে বাধ্য হয় বলে জানা গেছে।

জানা যায়, আজ সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) ভোর ৫টার সময় সন্তু গ্রুপের ৫০-৬০ জনের একদল সশস্ত্র সদস্য ২নং চেঙ্গী ইউনিয়নের বাত্যা পাড়া হয়ে রাজকুমার পাড়ায় প্রবেশ করে অবস্থান নেয়। তারা গ্রামবাসীদেরকে ৩০ কেজি চালের খানার অর্ডার দেয়।

সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প (জগপাড়ার পাশে সমিতি আমবাগানে স্থাপিত) হতে রাজকুমার পাড়াটির দূরত্ব মাত্র ৪/৫শ’গজের মতো। কিন্তু সেনাবাহিনী তাদের কোন কিছুই করেনি।

এরপর সকাল সাড়ে ৯টার সময় জনগণের প্রতিরোধের মুখে পড়ে সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যরা সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের কাছাকাছি স্থানে চলে যায় এবং সেখানে দিনভর অবস্থান করে। সেনারা তাদেরকে পূর্ণ নিরাপত্তা দেয়। পরে বিকালে সেখান থেকে তারা অস্থায়ী সেনা ক্যাম্পের পাশ দিয়ে বাঘ্যা পাড়ার দিকে চলে যায় বলে জানা গেছে।

বর্তমানে মাছ্যছড়া ও ধুধুকছড়া এলাকায় সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যরা অবস্থান করার কথা জানিয়েছেন স্থানীয়রা।

লোগাং ইউনিয়নের চাম্মে আদাম এলাকায় অস্থায়ী ক্যাম্পের সেনা সদস্যরা মাছ্যছড়ায় অবস্থানরত সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সহযোগিতা দিচ্ছে বলে অভিযোগ রয়েছে।   

এলাকাবাসীর অভিযোগ, সেনাবাহিনী সন্তু গ্রুপকে সহযোগিতা দিয়ে পানছড়ি এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। যার কারণে সন্তু গ্রুপের লোকজন প্রকাশ্যে সশস্ত্র অবস্থায় ঘোরাফেরাসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করলেও সেনাবাহিনী তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিচ্ছে না।

সেনাবাহিনীর সাথে এমন যোগসাজশ সন্তু গ্রুপের জাত বিরোধী মুখোশ উন্মোচিত হয়েছে মন্তব্য করে এলাকাবাসী বলেছেন, ‘জনগণ ঐক্যবদ্ধভাবে তাদেরকে মোকাবেলা করবে।’



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments