""

বাঘাইছড়ির বঙ্গলতলীতে সেনাবাহিনী ও সন্তু গ্রুপের অবস্থান, জনমনে নানা সন্দেহ


বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের জারুলছড়ি উচ্চ বিদ্যালয়ে গত ১৮ ডিসেম্বর সকাল থেকে থেকে শতাধিক সেনা সদস্য অবস্থান করছে। সেদিন বাঘাইহাট সেনা জোন থেকে ১১টি পিকআপে সেনা সদস্যরা সেখানে গিয়ে অবস্থান নেয়।

উক্ত সেনাদের মধ্য থেকে ১৫ জনের একদল সদস্য আজ বৃহস্পতিবার (২০ ডিসেম্বর ২০২৫) সকাল ৭টার সময় শিশুতলী গ্রামে গিয়ে পুন চাকমা (বৈদ্য) নামে এক ব্যক্তির কাছ থেকে দুটো মোবাইল ফোন কেড়ে নেয়। পরে রাতে মোবাইলগুলো ফেরত দেওয়া হয় বলে জানা গেছে।

অপরদিকে, আজ (২০ ডিসেম্বর) রাত ৮টার সময় জেএসএস সন্তু গ্রুপের ২০-২৫ জনের একদল সশস্ত্র সদস্য বঙ্গলতলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর বঙ্গলতলীর বি-ব্লক গ্রামে এসে অবস্থান করছে বলে খবর পাওয়া গেছে।

সেনাবাহিনী ও সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের পর পর অবস্থানের ফলে এলাকার জনমনে নানা সন্দেহ দিয়েছে। জনগণ বলাবলি করছেন, ‘জারুলছড়ি স্কুলে শতাধিক সেনা সদস্য অবস্থানের মধ্যে সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যরা কীভাবে বি-ব্লকে আসতে পারে? তারা কী সেনাবাহিনীর সাথে সমঝোতা করে এসেছে?’

এদিকে, সেনাবাহিনী ও সন্তু গ্রুপের অবস্থানকে ঘিরে এলাকার জনগণ অজানা আশঙ্কার মধ্যে রয়েছেন বলে জানা গেছে। 



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments