
গোলাগুলিতে আহতদের একজন। সংগৃহিত ছবি
বান্দরবান, সিএইচটি নিউজ
রবিবার, ১১ জানুয়ারি ২০২৬
বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের থংজামা পাড়া এলাকায় জেএসএস সন্তু
গ্রুপ ও এমএনপি বা মগপার্টি’র সশস্ত্র সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে খবর
পাওয়া গেছে। গত শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) ভোরে সংঘটিত এ ঘটনায় উভয় পক্ষের অন্তত
দু’জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।
আহতদের মধ্যে একজনের নাম নিসাঅং মারমা (৫৫) বলে জানা গেছে। জেএসএস’র প্রচার
মাধ্যম ‘হিল ভয়েসে’ তাকে সাবেক জেএসএস কর্মি দাবি করা হয়েছে। তবে স্থানীয় অনেক তাকে সন্তু গ্রুপের কালেক্টর হিসেবে দায়িত্ব পালন করার কথা জানিয়েছেন।
আরেকজনের নাম বাসিংমং মারমা। তিনি মগ পার্টির সদস্য বলে বলে জানা গেছে।
আহতদের প্রথমে রাজজবিলা এলাকায় কোয়ান্টাম হাসপাতালে ভর্তি করা হয়। পরে একজনকে
চকরিয়ার মালুমঘাট হাসপাতালে নেওয়া হয় বলে জানা যায়।
চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রগুলো
জানিয়েছে।
রাজবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যঅংপ্রু মারমা জানান, “শুক্রবার ভোরে
স্থানীয় সাবেক জেএসএস নেতা নিসাঅং মারমাকে মারার উদ্দেশ্যে তার বাড়িতে তাকে গুলি করে
মগ ন্যাশনাল পার্টি (এমএনপি)”র সদস্যরা। তিনি বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় এমএনপি কর্মীদের
সাথে ধস্তাধস্তি করার সময় নিজেদের গুলিতে একজন এমএনপি সদস্য আহত হয়েছেন বলে শুনেছি।”
রাজবিলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এনামুল হক জানান, “শুক্রবার সকালে রাজবিলা
ইউনিয়নের থংজামা পাড়ায় সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন। তারা
বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি
নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।”
ঘটনার পর থেকে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি
এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ ঘটনার বিষয়ে
বলেন, ‘গোলাগুলির ঘটনা শুনেছি। তবে এ ব্যাপারে থানায় কেউ কোন অভিযোগ দেয়নি।’
খোঁজ নিয়ে আরো জানা গেছে, মগপার্টি সদস্যরা রাঙামাটি জেলার রাজস্থলী, বাঙ্গালহালিয়া
এলাকায় বেশি সক্রিয়। তবে বান্দরবানের কিছু এলাকায়ও তারা কার্যক্রম চালিয়ে থাকে। আগে
প্রায়ই সন্তু গ্রপের সশস্ত্র সদস্যদের সাথে তাদের সংঘর্ষের খবর পাওয়া যেতো। তবে মাঝে
কিছু সময় সে ধরনের কোন খবর পাওয়া যায়নি। নতুন করে তাদের মধ্যে উক্ত গোলাগুলির ঘটনা
এলাকায় উত্তেজনা ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।