![]() |
| সেটলার হামলায় আহত থৈহ্লাঅং চৌধুরী ও মিলন চাকমা। তারা বর্তমানে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। |
নিজস্ব প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের হেডম্যান পাড়া (খালপাড়) এলাকায় জায়গা নিয়ে বিরোধের
জের ধরে সেটলার হামলায় গুরুতর আহত বিমল ত্রিপুরার অবস্থা সংকটাপন্ন বলে খবর পাওয়া গেছে।
তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গতকাল বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় খাগড়াছড়ি সদর হাসপাতাল
থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার করা হয়েছে। সেখানে একটি বেসরকারি হাসপাতালে
বর্তমানে তার চিকিৎসা চলছে। তার অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।
জানা যায়, হেডম্যান পাড়ার বাসিন্দা থৈহ্লাঅং চৌধুরীর সাথে ভুয়াছড়ি গ্রামের আব্দুল বাশির এর দীর্ঘদিন ধরে জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। উক্ত জায়গায় ১০/১২ বছর আগে থেকে থৈহ্লাঅং চৌধুরী আমবাগান সৃজন করেছেন। এ জায়গাটি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। কিছুদিন আগে ভূমি অফিস থেকে জায়গাটি তদন্তের কথা থাকলেও সেটলারদের হুমকির ভয়ে তারা যাননি।
জায়গা বিরোধে জড়িতদের মধ্যে থৈহ্লাঅং চৌধুরী আওয়ামী লীগের সাথে যুক্ত ছিলেন এবং আব্দুল বাশির বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।
গতকাল (বুধবার) থৈহ্লাঅং চৌধুরী দু’জন শ্রমিক বিমল ত্রিপুরা ও মিলন চাকমাকে নিয়ে তার আমবাগান পরিষ্কার করতে যান। খবর পেয়ে বিকাল সাড়ে ৩টার সময় ভুয়াছড়ি থেকে আব্দুল
বাশিরের নেতৃত্বে একদল সেটলার সেখানে এসে তাদেরকে বাগান পরিষ্কার করতে বাধা দেয়। এমতাবস্থায়
কথা কাটাকাটির এক পর্যায়ে সেটলাররা থৈহ্লাঅং মারমা (৬৯) ও তার দু’জন শ্রমিক বিমল ত্রিপুরা (৩৭) ও মিলন চাকমা(৪০)-এর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তারা তিনজনই আহত হন। এছাড়া
আব্দুল বাশিরসহ তার দুই ছেলেও সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনার পর আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক বিমল ত্রিপুরাকে চট্টগ্রামে রেফার করেন। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। বর্তমানে তিনি চট্টগ্রামে একটি বেসরকারি হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
এ রিপোর্ট লেখার আগ পর্যন্ত সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে উপস্থিত ছিল। তারা আমবাগানের মালিক থৈহ্লাঅং মারমার ছেলেসহ স্থানীয় জনপ্রতিনিধি ও মুরুব্বীদের সেখানে ডেকে পাঠিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
