সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬
রাঙামাটির সাজেক ইউনিয়নের মাজলং ও গঙ্গারাম এলাকায় শীতার্ত বৃদ্ধদের মাঝে
কম্বল বিতরণ করেছে ইউপিডিএফ ও সহযোগী সংগঠনগুলো।
গতকাল বৃহষ্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) দুপুর ১২টা সময়ে সাজেকের মাজলঙে ১৮টি
গ্রামের ৫৫ জন শীতার্ত বৃদ্ধের মাঝে কম্বল বিতরণ করেন ইউপিডিএফ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ইউপিডিএফ সংগঠক নীরোদ চাকমা ও হিল উইমেন্স
ফেডারেশনের বাঘাইছড়ি উপজেলা সভাপতি সুখী চাকমা।
অপরদিকে, আজ শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় গঙ্গারাম এলাকায় ২০টি গ্রামের বৃদ্ধসহ ৬০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন ইউপিডিএফের সংগঠক কালো বরণ চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের
বাঘাইছড়ি উপজেলার সহসাধারণ সম্পাদক সমর জ্যোতি চাকমা।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।



