আলীকদম(বান্দরবান), সিএইচটি নিউজ
মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬
গত ১৭ জানুয়ারি আলীকদমের নয়াপাড়া এলাকায় কুখ্যাত ডাকাত জাফর আলাম ও তার
পোষ্য সন্ত্রাসী দল কর্তৃক ম্রো জনগোষ্ঠির ওপর হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতার
ও শাস্তির দাবিতে প্রতিবাদী মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন আলীকদমের সর্বস্তরের সচেতন
জনসাধারণ।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) সকাল ১১টার সময় আলীকদম উপজেলা চত্ত্বরে
এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধন শুরুর পূর্বে বিক্ষুব্ধ জনতা আলীকদম আদর্শ প্রাথমিক বিদ্যালয়
মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। তারা মিছিল সহকারে আলীকদম উপজেলা চত্ত্বরে গিয়ে
মানববন্ধনে মিলিত হন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ম্রো ইয়ুথ অর্গানাইজেশনের সভাপতি সেথং ম্রো ও
সঞ্চালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাংক্রাত ম্রো।
মানববন্ধনে জানালী পাড়ার কারবারি পাচ্ছ ম্রো সন্ত্রাসী জাফর ও তার গং এর
অপকর্ম তুলে ধরেন এবং প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করেন।
মাতামুহুরি রিজার্ভ ফরেস্ট এর হেডম্যান উক্যচাইং মার্মা বলেন, আলী কদমে
একটাই আতঙ্কের নাম সেটি হচ্ছে নয়া পাড়া জাফর। এই জাফরের কারণ পাহাড়ি জনগোষ্ঠি আতঙ্কের
মধ্যে রয়েছে। আমরা থানায় মামলা দিয়েছি। আমরা চাই প্রশাসন অতি দ্রুত হামলাকারী জাফর
গংদের আইনের আওতায় আনতে পারবে।
ম্রো ইয়ুথ অর্গানাইজেশনের সভাপতি সেথং ম্রো বলেন, আজকে আমরা একটি লক্ষ্যে
এখানে সমাগম হয়েছি তা হচ্ছে জাফর ডাকাতকে আমরা অতি দ্রুত গ্রেফতার চাই।
তিনি বলেন, আলীকদম উপজেলা দীর্ঘদিন ধরে বিভিন্ন জাতিগোষ্ঠি শান্তিপূর্ণভাবে
বসবাস করে আসছে। কিন্তু গত ১৭ জানুয়ারি নয়াপাড়া এলাকায় আমরা জাফরের নেতৃত্বে যে হামলার
ঘটনা ঘটেছে তা মোটেই কাম্য ছিল না।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, যেখানে হামলার ঘটনাটি ঘটেছে তা থানা থেকে বেশি
দূরে নয়, তার মধ্যে রয়েছে সেনা ক্যাম্প। তারপরও জাফর গংরা কীভাবে হামলা করতে পারে?
তাহলে জাফর ডাকাত কী আলীকদমের রাজত্ব করছে?
তিনি আরো বলেন, আমরা আলীকদমে শান্তপূর্ণভাবে বসবাস করতে চাই। জাফরের মতো
ব্যক্তি কেন অশান্তি সৃষ্টি করবে? তাকে কেন প্রশাসন গ্রেফতার করতে পারছে না? মামলা
হয়েছে, কিন্তু গ্রেফতার হচ্ছে না কেন? আপনাা জাফরকে গ্রেফতারে প্রয়োজনীয় পদক্ষেপ নিন।
তিনি আগামী এক সপ্তাহের মধ্যে জাফর ডাকাতকে গ্রেফতারের দাবি জানান। অন্যথায়
আরো কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন পূর্ণসেন তঞ্চঙ্গ্যা, নয়াপাড়া ইউপি চেয়ারম্যান
কফিল উদ্দিন, চাহ্লামং মারমা, দীলিপ ত্রিপুরা প্রমুখ।
মানববন্ধন শেষে আলীকদম উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অন্তর্বর্তী
সরকারের প্রধান উপদেষ্টা বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।

