""

আলীকদমে ম্রোদের উপর হামলার প্রতিবাদে বান্দরবান সদরে বিক্ষোভ সমাবেশ


বান্দরবান, সিএইচটি নিউজ
সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

বান্দরবানের আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর কুখ্যাত ডাকাত জাফর আলমের পোষ্য সন্ত্রাসী রোহিঙ্গা ও সেটলারদের সংঘবদ্ধ হামলার প্রতিবাদে ও হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে বান্দরবান শহরে বিক্ষোভ সমাবেশ হয়েছে।

আজ সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) বান্দরবান প্রেসক্লাব প্রাঙ্গনে ‘বাংলাদেশ ম্রো স্টুডেন্টস্ এসোসিয়েশন (বিএমএসএ), বান্দরবানর আদিবাসী ছাত্র জনতা’র ব্যানারে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জন ত্রিপুরা, উমংসিং মারমা, রংথোয়াইং ম্রো, বিটন তঞ্চঙ্গ্যা, নেলসন ত্রিপুরা প্রমুখ।

বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক ও সহিংস কর্মকাণ্ড শান্তি ও সম্প্রীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। প্রশাসনের নীরব ভূমিকা এই সহিংসতা ও জুলুম অব্যাহত রাখছে। এ অবস্থা চলতে থাকলে পাহাড়ি জনগোষ্ঠি উচ্ছেদের মুখে পড়তে পারে।

বক্তারা ঘটনার ৪৮ ঘন্টা অতিবাহিত হওয়ার পরও প্রশাসন এখনো হামলাকারীদের গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেন।

তারা বলেন, আলীকদমে ম্রোদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, হামলকারী জাফর ও তার সহযোগীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং হামলায় আহতদের চিকিৎসার সম্পুর্ণ ব্যয়ভার বহন করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

সমাবেশে থেকে বক্তারা ম্রোদের ওপর হামলাকারী জাফর আলম ও তার পোষ্য সন্ত্রাসীদের গ্রেফতারে ৭ দিনের আল্টিমেটাম দেন। অন্যথায় ৭ উপজেলায় ম্রো অধ্যুষিত অঞ্চলে লাগাতার বিক্ষোভসহ আরো বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি প্রদান করা হয়।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments