পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ৪ জানুয়ারি ২০২৫
খাগড়াছড়ির পানছড়ি-মাটিরাঙ্গা সীমান্তবর্তী ভগবানটিলা ও বান্দরশিং পাড়া এলাকায়
জেএসএস সন্তু গ্রুপের একদল সশস্ত্র সদস্য ও সেনাবাহিনীর একটি দল অবস্থান করছে বলে খবর
পাওয়া গেছে।
জানা যায়, গত ২ জানুয়ারি সন্ধ্যার সময় পানছড়ির মাছ্যছড়ার বিরজয় পাড়া থেকে
সন্তু গ্রুপের ৪০-৫০ জন সশস্ত্র সদস্য ভগবানটিলার দিকে রওনা দেয়। পরদিন ৩ জানুয়ারি
সকালে তারা ভগবানটিলা ও বান্দরশিং পাড়ায় হানা দেয়। দিনভর তারা সেখানে বিজিবি ক্যাম্প
থেকে ৫০ থেকে ৬০ গজ দূরত্বে অবস্থান করে।
বর্তমানেও সন্তু গ্রুপের সশস্ত্র
সদস্যরা সেখানে অবস্থান করছে বলে জানা গেছে।
অন্যদিকে, আজ (৪ জানুয়ারি) সকাল ১১টার সময় সেনাবাহিনীর ৩০-৩৫ জনের একদল সদস্য দুটি গাড়িতে করে পানছড়ির রূপসেন পাড়ার সীমান্ত সড়ক দিয়ে বান্দরশিং পাড়া এলাকায় যায় এবং সেখানে বিজিবি সদস্যদের সাথে মিলিত হয়। সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের নিরাপত্তা দিতে সেনা সদস্যরা সেখানে গেছে বলে তথ্য পাওয়া গেছে।
বর্তমানে সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যরা সেনা-বিজিবির অবস্থান থেকে ৭০-৮০
গজ দূরত্বে অবস্থান করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
সেনাবাহিনী ও সন্তু গ্রুপের অবস্থানের কারণে এলাকার জনমনে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
