""

লংগদুতে পাহাড়ি উচ্ছেদে সেটলারদের সাথে জেএসএস সন্তু গ্রুপের ষড়যন্ত্র


লংগদু প্রতিনিধি, সিএইচটি নিউজ

শনিবার, ৩ জানুয়ারি ২০২৬

রাঙ্গামাটির লংগদু উপজেলাধীন কাট্টলী মৌজার বড়কলক গ্রাম থেকে ৩৫-৪০ পরিবার পাহাড়িকে উচ্ছেদ করতে জেএসএস সন্তু গ্রুপের সদস্যরা সেটলারদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এই পরিবারগুলো গত ৫০ বছর ধরে সেখানে বসবাস করলেও ওই জমি সেটলারদের বলে দাবি করছে জেএসএস সন্তু গ্রুপ। তবে খোদ এক সেটলার সেসব জমি তাদের নয় বলে পাহাড়ি ভূমি মালিকদের জানিয়ে দিয়েছে।

জানা যায়, আনুমানিক এক মাস আগে জেএসএস সন্তু গ্রুপের স্থানীয় কমান্ডার দীপ্ত চাকমা বড়কলক গ্রামের লোকজনকে ডেকে মিটিং করেন। তিনি তাদেরকে বলেন, “তোমরা বাঙালিদের (সেটলার) জমিতে বসবাস করছ। কাজেই তোমরা যদি থাকতে চাও তাহলে প্রতি পরিবারকে ৫০ হাজার টাকা করে দিতে হবে। না হলে বাঙালিরা তোমাদের জমিগুলো দখল করবে।

ওই মিটিঙের পর হানিস নামে জেএসএস সন্তু গ্রুপের অপর এক সদস্য ও স্থানীয় বাসিন্দা উক্ত ধার্যকৃত টাকা আদায়ের জন্য গ্রামবাসীদের ওপর অনবরত চাপ ও হুমকি দিতে থাকে। তবে জমি তাদের দখলীয় বিধায় তারা ওই টাকা দিতে রাজি হয়নি।

এই প্রেক্ষাপটে গত ১০-১২ দিন আগে সন্তু গ্রুপের সশস্ত্র কমান্ডার দীপ্ত চাকমা আবার গ্রামবাসীদেরকে  মিটিং-এ ডাকেন এবং এবার পরিবার পিছু ৫০ হাজার টাকার পরিবর্তে ৪৭ হাজার টাকা দাবি করেন। যারা টাকা দেবে না তাদেরকে জমি ছেড়ে চলে যেতে হবে বলেও তিনি হুমকি দেন। তবে এরপরও কোন পরিবার এখনও ওই টাকা দেয়নি।

যে জমি থেকে পাহাড়ি পরিবারগুলোকে উচ্ছেদের ভয় দেখানো হচ্ছে তার পরিমাণ আনুমানিক ৭০ একর। উক্ত গ্রামের একব্যক্তি ফোনে সিএইচটি নিউজকে বলেন, আসলে বাঙালিরা নিজেরাই জানে না বড়কলকে তাদের জমি আছে। মূলতঃ সন্তু গ্রুপ সেটলারদের ভয় দেখিয়ে আমাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতে চাইছে।

এর ষড়যন্ত্রের সাথে দুএকজন সেটলারও জড়িত রয়েছে বলে তিনি জানান এবং বলেন, ‘সন্তু গ্রুপের লোকরা ওই সেটলারদের দিয়ে ফোন করিয়ে পাহাড়ি গ্রামবাসীদেরকে জমিগুলো কেড়ে নেয়ার হুমকি দিচ্ছে।

গ্রামবাসীরা সন্তু গ্রুপের এই গণবিরোধী ন্যাক্কারজনক ভূমিকা কিছুতেই মেনে নিতে পারছে না, তবে ভয়ে তাদের বিরুদ্ধে এ বিষয়ে কথাও বলতে পারছে না। এই উভয় সংকটে পড়ে তারা এখন অসহায় হয়ে দিন কাটাচ্ছে।

উক্ত গ্রামবাসী সিএইচটি নিউজের কাছে আক্ষেপ করে বলেন, আমাদেরকে রক্ষা করার দায়িত্ব যাদের, তারা যদি আমাদের ধ্বংস করে তাহলে তো আর বাঁচার কোন উপায় থাকে না। আমার ভাবতেও অবাক লাগে জেএসএস সন্তু গ্রুপের লোকরা এসব নোংরা কাজ করতে পারে।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments