""

শোক সংবাদ: মাইসছড়ি বৌদ্ধ শিশুঘর-এর প্রতিষ্ঠাতা ভদন্ত সুমনা মহাথের’র প্রয়াণ

সুমনা মহাথের। সংগৃহিত ছবি

নিজস্ব প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬

পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ’র সংঘ অধিকরণ বোর্ডের সভাপতি, মাইসছড়ি বৌদ্ধ শিশুঘর-এর প্রতিষ্ঠাতা ও গিরিফুল শিশু সদনের পরিচালক ভদন্ত সুমনা মহাথের ভান্তের প্রয়াণ হয়েছে।

আজ শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) সকাল ৭.৪৭টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ-এর ফেসবুক পেইজে নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, গত ১৯ জানুয়ারি সুমনা মহাথের হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হলে গতকাল (২৩ জানুয়ারি) তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার প্রয়াণ হয়।

উল্লেখ্য, বিগত ২০০৬ সালের ৩ এপ্রিল মাইসছড়ির সাউপ্রু কার্বারি পাড়া ও নোয়াপাড়ায় হামলার সময় সেটলার বাঙালিদের হাতে সুমনা মহাথের লাঞ্ছিত হয়েছিলেন। হামলাকারী সেটলাররা বৌদ্ধ শিশুঘরেও ভাঙচুর চালিয়েছিল। সে সময় তিনি তার গড়ে তোলা প্রতিষ্ঠান বৌদ্ধ শিশুঘর-এর জন্য জনগণের দানকৃত কয়েক একর জায়গা সেটলার বাঙালি কর্তৃক বেদখল করে রাখার অভিযোগ করেছিলেন।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments