""

রামগড়ে গুজাপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে সেনা–বিজিবির যৌথ অবস্থান


রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ

মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬

খাগড়াছড়ির রামগড় উপজেলার গুজাপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে সেনাবাহিনী ও বিজিবি যৌথ দল অবস্থান করার খবর পাওয়া গেছে।

জানা যায়, আজ মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) বেলা ৩টার দিকে বাটনাতলী সেনা ক্যাম্প থেকে একটি গাড়িযোগে ১০-১২ জনের একদল সেনা সদস্য সালদা পাড়া হেয় গুজাপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে গিয়ে অবস্থান নেয়।

অন্যদিকে, একই সময় খাগড়াবিল বিজিবি ক্যাম্প থেকে ১০–১২ জন বিজিবি সদস্য গাড়িযোগে সেখানে যায় এবং সেনা দলটির সাথে মিলিত হয়। তারা সেখানে রাতযাপন করবে বলে জানা গেছে।

সেনা-বিজিবি সদস্যরা বিদ্যালয়ে অবস্থানের সঠিক কারণ না জানানোর কারণে স্থানীয় লোকজনের মধ্যে নানা আশঙ্কা দেখা দিয়েছে বলে এলাকাবাসীর সূত্রে জানা গেছে।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments