খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়িতে সেটলার বাঙালি কর্তৃক
পাহাড়িদের উপর হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম
পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও হিল উইমেন্স ফেডারেশন।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) বিকাল ৫টার দিকে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
হয়। মিছিলটি খাগড়াছড়ি টিউফা স্কুল সড়ক সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে স্বনির্ভর বাজারের
ইউপিডিএফ কার্যালয়ের মোড়ে গিয়ে শেষ হয়।
এ সময় বিক্ষোভকারীরা “পার্বত্য চট্টগ্রামে ভূমি বেদখল বন্ধ কর”, “পাহাড়িদের
উপর হামলা বন্ধ কর”সহ বিভিন্ন স্লোগান দেন।
মিছিল পরবর্তী অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, গতকাল ১৪ জানুয়ারি বিকালে
কমলছড়ির হেডম্যান পাড়া এলাকায় সেটলার বাঙালিরা ভূমি বেদখলের অংশ হিসেবে পরিকল্পিতভাবে
পাহাড়িদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে ৩ জন পাহাড়িকে গুরুতর জখম করেছে। আহতদের
মধ্যে বিমল ত্রিপুরা আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন
রয়েছেন।
তারা বলেন, এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি পার্বত্য চট্টগ্রামে এ
যাবত পাহাড়িদের জায়গা-জমি জবরদখল প্রচেষ্টারই অংশ। এই হামলা আরো প্রমাণ করলো পার্বত্য
চট্টগ্রামের পাহাড়িরা কোন সরকারের আমলেই নিরাপদ নয়।
বক্তারা পার্বত্য চট্টগ্রামে ভূমি বিরোধের নামে পাহাড়িদের উপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না মন্তব্য করে করেন এবং অবিলম্বে হামলার সাথে জড়িত সেটলারদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি, আহতদের সুচিকিৎসা ও ভূমি বেদখল বন্ধের জোর দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
