""

খাগড়াছড়িতে অবৈধভাবে এলপি গ্যাস সিলিন্ডার মজুদ, দুই ডিলারকে জরিমানা

ছবি সৌজন্যে: যুগান্তর

অন্য মিডিয়া ডেস্ক, সিএইচটি নিউজ
শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬

খাগড়াছড়ির মানিকছড়িতে আবাসিক এলাকায় অবৈধভাবে এলপি গ্যাস সিলিন্ডার মজুদ রাখার অভিযোগে দুই গ্যাস ডিলারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার একসত্যাপাড়া ও বড়ডলু এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দেখা যায়, সংশ্লিষ্ট ডিলাররা কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই আবাসিক এলাকায় এলপি গ্যাস সিলিন্ডার মজুদ করে রেখেছেন, যা জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

এ সময় একসত্যাপাড়া এলাকায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদের দায়ে মিনহা ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. মামুনকে ১০ হাজার টাকা এবং বড়ডলু এলাকায় একই অপরাধে মেসার্স হাফিজা ট্রেডার্সের স্বত্বাধিকারী হাবিবুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।    

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট ডিলাররা বিস্ফোরক দ্রব্য সংরক্ষণ সংক্রান্ত বিধিমালা অনুসরণ না করেই গুদাম পরিচালনা করছিলেন। এ ধরনের অবৈধ মজুদ যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।

ইউএনও তাহমিনা আফরোজ ভূঁইয়া বলেন, আবাসিক এলাকায় অবৈধভাবে এলপি গ্যাস সিলিন্ডার মজুদ রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। জননিরাপত্তার স্বার্থে এসব অবৈধ গুদাম দ্রুত সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পাওয়া গেলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসন জানিয়েছে, জেলার বিভিন্ন উপজেলায় অবৈধ গ্যাস গুদাম ও মজুদকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।     

সূত্র: যুগান্তর



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments