""

লক্ষ্মীছড়িতে এক গ্রামবাসীকে আটক


লক্ষ্মীছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ 
।। খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে পেক্যা চাকমা (৩৫) নামে এক নিরীহ গ্রামবাসীকে আটক করা হয়েছে।

আজ সোমবার (৩০ ডিসেম্বর) ভোররাতে একদল সেনাসদস্য তাকে সমুর পাড়ার নিজ বাড়ি থেকে আটক করে নিয়ে যায়। তবে স্থানীয়ভাবে জানা গেছে, আগের দিন (রবিবার) তাকে লক্ষ্মীছড়ি বাজার থেকেই আটক করা হয়েছিল।

আটক ব্যক্তি লক্ষ্মীছড়ি সদর ইউনিয়নের সমুর পাড়ার মৃত রাঙ্গা চাকমার ছেলে। তিনি টুকটাক গাছ-বাঁশের ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন বলে এলাকাবাসী জানিয়েছেন।

তার বিরুদ্ধে কোন মামলা বা ওয়ারেন্ট ছিল না বলেও তারা জানান। 

আটকের পর তার বাড়ি থেকে কথিত “অস্ত্র ও গুলি উদ্ধার” দেখিয়ে তাকে ‘ইউপিডিএফ’ কর্মী সাজিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
------





0/Post a Comment/Comments