""

পূর্ণস্বায়ত্তশাসন দাবি উত্থাপন দিবসে গুইমারায় আলোচনা সভা

গুইমারা প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২০


আপোষহীন লড়াই সংগ্রাম ও পূর্ণস্বায়ত্তশাসন দাবি উত্থাপনের ২৩ বছরপূর্তি উপলক্ষে গুইমারায় আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১০ মার্চ ২০২০, মঙ্গলবার পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরামের গুইমারা-মাটিরাঙ্গা শাখার যৌথ উদ্যোগে গুইমারার কুকিছড়া এলাকায় এ সভা আয়োজন করা হয়।

“পূর্ণস্বায়ত্তশাসন পার্বত্য চট্টগ্রামের একমাত্র রাজনৈতিক সমাধান; বশ্যতা নয়, সংগ্রামই মুক্তির একমাত্র পথ’ এই শ্লোগানে অনুষ্ঠিত সভায় পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)র মাটিরাঙ্গা উপজেলা সভাপতি শান্ত চাকমার সভাপতিত্বে ও গণতান্ত্রিক যুব ফোরামের মাটিরাঙ্গা উপজেলা সাধারণ সম্পাদক দীপন ত্রিপুার সঞ্চালানয় বক্তব্য রাখেন পিসিপি’র মাটিরাঙ্গা উপজেলার সহ-সভাপতি অনিমেষ চাকমা, গুইমারা উপজেলার সভাপতি হেমন্ত চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের মাটিরাঙ্গা উপজেলা সহ-সভাপতি কিরণ ত্রিপুরা ও গুইমারা উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব বাবুছি মারমা।

বক্তারা বলেন, ১৯৯৭ সালের এই দিনে (১০ মার্চ) তৎকালীন পাহাড়ি গণ পরিষদ, পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন-এর নেতৃবৃন্দ ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সম্মুখে আয়োজিত এক সমাবেশে থেকে পূর্ণস্বায়ত্তশাসন দাবি উত্থাপন করেছিলেন। সেদিনের উত্থাপিত দাবি আদায়ের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রামে আপোষহীন লড়াই-সংগ্রাম চলমান রয়েছে। কিন্তু সরকার এই দাবিকে অবজ্ঞা করে চলমান ন্যায়সঙ্গত আন্দোলন দমনের জন্যে আন্দোলনে নেতৃত্বদানকারী দল ইউপিডিএফের ওপর নিষ্ঠুর দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে। ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের খুন, গুম, অন্যায় গ্রেফতার, মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ নানা নিপীড়ন চালিয়ে পূর্ণস্বায়ত্তশাসনের আন্দোলনকে স্তব্ধ করে দিতে মরিয়া হয়ে উঠেছে।

বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, যতই দমন-পীড়ন চালানো হোক না কেন পূর্ণস্বায়ত্তশাসন আদায় না হওয়া পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের মুক্তিকামী জনতা লড়াই চালিয়ে যাবে।

সভা থেকে বক্তারা পূর্ণস্বায়ত্তশাসন দাবি মেনে নিয়ে পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শাস্তি প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

একই সাথে বক্তারা বিচার বহির্ভুত হত্যা, গুম, অন্যায় দমন-পীড়ন বন্ধ করা এবং আটককৃত সকল নেতা-কর্মীকে নিঃশর্ত মুক্তি ও সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
------





1/Post a Comment/Comments

Unknown বলেছেন…
Do you realize there's a 12 word sentence you can tell your man... that will induce deep feelings of love and instinctual attractiveness for you buried within his heart?

That's because hidden in these 12 words is a "secret signal" that triggers a man's instinct to love, cherish and guard you with all his heart...

12 Words That Trigger A Man's Desire Instinct

This instinct is so built-in to a man's brain that it will drive him to work better than ever before to take care of you.

Matter of fact, fueling this dominant instinct is absolutely essential to achieving the best possible relationship with your man that as soon as you send your man one of these "Secret Signals"...

...You'll immediately notice him expose his soul and mind to you in a way he haven't experienced before and he'll distinguish you as the one and only woman in the universe who has ever truly understood him.