লামা, বান্দরবান ।। বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের অংথোয়াইংপ্রু পাড়ায় অগ্নিসংযোগ করে একটি বৌদ্ধ বিহার পুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
উক্ত বিহার পরিচালনা কমিটির পক্ষ থেকে এই অভিযোগ করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল
২০২০)।
অংথোয়াইং প্রু পাড়া বিহার পরিচালনা কমিটির পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর
কাছে আমার খোলা চিঠি” শিরোনামে দেয়া অভিযোগ থেকে জানা যায়, বৃহস্পতিবার দুপুর দেড়টার
দিকে মোঃ শামসুর রহমান (৪৫), পিতিা- আলতাব মিয়া নামে এক ব্যক্তি ইচ্ছাকৃতভাবে লুকোচুরি
করে বিহারে আগুন ধরিয়ে দেয়। এরপর পালিয়ে যাওয়ার সময় ঐ বিহারের শ্রমণ তাকে দেখে ফেলেন।
আগুনে বিহার ও বুদ্ধমূর্তিগুলো পুড়ে যায়।
বিহার পরিচালনা কমিটির পক্ষ থেকে বিহারে
অগ্নিসংযোগকারী চিহ্নিত শামসুর রহমানকে গ্রেফতার করে সুষ্ঠু বিচার ও শাস্তি এবং বিহারটি
পুনঃনির্মাণ করে দেয়ার দাবি জানানো হয়েছে।
-----