""

বাঘাইছড়িতে সেনা কর্তৃক পোস্টার ছিঁড়ে দেয়ার অভিযোগ

বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০

পোস্টার ছিঁড়ে দেয়ার একটি চিত্র
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী এলাকায় সাজেক রক্ষা কমিটি ও সাজেক ভ্রাতৃঘাতি সংঘাত প্রতিরোধ কমিটির লাগানো হাতে লেখা পোস্টার সেনাবাহিনী কর্তৃক ছিঁড়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, আজ শুক্রবার (১৮ ডিসেম্বর ২০২০) বিকাল ২টার দিকে উক্ত কমিটিদ্বয়ের উদ্যোগে ‘পর্যটনের পরিবেশ ধ্বংস বন্ধ কর, করতে হবে’; ‘মারামারি হানাহানি পরিত্যাগ কর, ধ্বংসপ্রায় জুম্ম জাতি রক্ষা কর’; অন্যের প্ররোচনায় নিজের পায়ে কুড়াল মারা বন্ধ করুন’... ইত্যাদি শ্লোগান সম্বলিত হাতে লেখা পোস্টারিং করা হয়।

পোস্টারিং করার ঘন্টা দুয়েক পর আনুমানিক বিকাল ৪টার সময় একদল সেনা সদস্য বঙলতলীর বটতলা এলাকায় গিয়ে বিভিন্ন স্থানে লাগানো পোস্টারগুলো ছিঁড়ে ফেলে দেয়।

সাজেক রক্ষা কমিটি ও সাজেক ভ্রাতৃঘাতি সংঘাত প্রতিরোধ কমিটির পক্ষ থেকে সেনাবাহিনীর এই পোস্টার ছিঁড়ে দেয়ার ঘটনায় নিন্দা জানানো হয়েছে।


সিএইচটি নিউজে প্রকাশিত/প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।

 





0/Post a Comment/Comments