মানিকছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
খাগড়াছড়ির মানিকছড়ি সদর ইউনিয়নে দুঃস্থ-অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল
বিতরণ করেছে ইউপিডিএফ।
আজ বুধবার (৩০ ডিসেম্বর ২০২০) কম্বল বিতরণকালে বক্তব্য রাখেন ইউপিডিএফ’র মানিকছড়ি ইউনিটের প্রতিনিধি অংচিং মারমা ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র
পরিষদ(পিসিপি)-এর মানিকছড়ি উপজেলা শাখার সভাপতি অহ্লাচিং মারমা।
বক্তারা বলেন, ইউপিডিএফ জনগণের কল্যাণেই কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে
প্রতি বছরের ন্যায় এ বছরও পার্টি দুঃস্থ-অসহায় শীতার্ত মানুষের মাঝে এই কম্বল বিতরণ
কর্মসূচি বাস্তবায়ন করছে।
এসময় তারা শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতিও আহ্বান জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত/প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।