""

পিসিপি’র ৩ যুগ পূর্তি উপলক্ষে রামগড়ে পোস্টারিং


রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ১২ মে ২০২৫

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর ৩ যুগ পূর্তি উদযাপন উপলক্ষে রামগড়ের বিভিন্ন স্থানে পোস্টারিং করা হয়েছে।

আজ সোমবার (১২ মে ২০২৫) রামগড় উপজেলার পিলাক ঘাট, লাচারি পাড়া, অন্তু পাড়া, দাতারাম পাড়া, যৌথখামার, বনবিহার ও বাজার চৌধুরী পাড়া এলাাকায় পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী-সমর্থকরা এ পোস্টারিং করেন।


পোস্টারের শ্লোগান হলো, “জাতীয় ঐক্যের পথে বাধা ছাত্রবেশী দালাল, শাসকগোষ্ঠির লেজুড়, সুবিধাবকাদী ও আপোষকামীদের বিরুদ্ধে সোচ্চার হোন! আসুন, জাতীয় অস্তিত্ব রক্ষার্থে পূর্ণস্বায়ত্তশাসনের লড়াই জোরদার করি”।

পোস্টারে আগামী ২০ মে চট্টগ্রামে সমাবেশ ও র‌্যালির কথা উল্লেখ রয়েছে এবং এতে দলে দলে যোগদান করার আহ্বান জানানো হয়েছে।










সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







Post a Comment