""

মানিকছড়িতে শীতার্ত মানুষের মাঝে ইউপিডিএফের কম্বল বিতরণ

মানিকছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০


খাগড়াছড়ির মানিকছড়িতে ইউপিডিএফের উদ্যোগে গরীব শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

গতকাল সোমবার (২৮ ডিসেম্বর ২০২০) বাটনাতলী ইউনিয়নে ইউপিডিএফের মানিকছড়ি ইউনিটের উদ্যোগে এই কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণের সময় ইউপিডিএফের মানিকছড়ি উপজেলা সংগঠক ক্যহ্লাচিং মারমা স্থানীয় প্রতিনিধি রয়েল মারমাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কম্বল বিতরণ অনুষ্ঠানে ক্যহ্লাচিং মারমা বলেন, ইউপিডিএফ পার্বত‍্য চট্টগ্রামে জনগণের সুখ-দুঃখে সর্বদা পাশে রয়েছে। বিভিন্ন দূর্যোগের সময় পার্টি জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। রাঙামাটিতে পাহাড় ধসের সময় পার্টি ও সহযোগী সংগঠনের কর্মীরা রাস্তাঘাট চলাচলের উপযোগী করতে রাত-দিন কাজ করেছে।


তিনি বলেন, জনসেবামূলক কাজের অংশ হিসেবে ইউপিডিএফ প্রত্যেক শীত মৌসুমে গরীব-অসহায় শীতার্ত মানুষের মাঝে সাধ্যমত কম্বল ও গরম কাপড় বিতরণ করে আসছে। তারই অংশ হিসেবে এবছরও এই কম্বল বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এ সময় তিনি সমাজের বিত্তবানদের কাছে শীর্তাতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

কম্বল বিতরণকালে উপস্থিত লোকজন সরকারের বিতরণকৃত শীতের কাপড় প্রত‍্যন্ত অঞ্চলে পৌঁছায় না বলে অভিযোগ করেন।

অনুষ্ঠানে উপস্থিত সাধারণ লোকজন ইউপিডিএফের কাছ থেকে কম্বল পেয়ে পার্টির দীর্ঘায়ু কামনা করেন।


সিএইচটি নিউজে প্রকাশিত/প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।





0/Post a Comment/Comments