""

রামগড়ে ইউপিডিএফ’র ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ

রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০


খাগড়াছড়ির রামগড়ে শনিবার (২৬ ডিসেম্বর ২০২০) ইউপিডিএফ’র ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল ৮টায় রামগড় সদর এলাকায় দলীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।


এরপর অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর রামগড় ইউনিটের সংগঠক চিনু মারমা, সংগঠক চাবাক চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের রামগড় উপজেলা শাখার সভাপতি অভি ত্রিপুরা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক বাহাদুর ত্রিপুরা। সভা পরিচালনা করেন দবন চাকমা।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি জনগণের অধিকার আদায়ের লক্ষে প্রকৃতপক্ষে ইউপিডিএফ-ই আন্দোলন করছে। জনগণের কাতারে থেকে অধিকার প্রতিষ্ঠার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।

বক্তারা আরো বলেন, পাহাড়ি জাতিসত্তাসমূহের অধিকার আদায়ের আন্দোলন ব্যাহত করতে শাসকগোষ্ঠী বিভিন্ন ষড়যন্ত্র জারি রেখেছে। অতীতে জনগণই শাসগোষ্ঠীর ষড়যন্ত্র ও অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেছে। একমাত্র জনগণের ঐক্যবদ্ধ শক্তিই পারে সকল অন্যায়,অবিচারকে রুখে দিয়ে অধিকার আদায়ের আন্দোলন এগিয়ে নিতে।

বক্তারা সকলকে ইউপিডিএফ এর পতাকাতলে সমবেত হয়ে লড়াই সংগ্রাম চালিয়ে নেয়ার আহ্বান জানান।


সিএইচটি নিউজে প্রকাশিত/প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।






0/Post a Comment/Comments