""

মাটিরাঙ্গায় সেটলার কর্তৃক এক পাহাড়ির বাড়িতে ডাকাতি, ছুরিকাঘাতে এক নারী জখম

মাটিরাঙ্গা প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ১০ মার্চ ২০২১

প্রতীকী ছবি

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সদরের পৌর এলাকায় সেটলার বাঙালি কর্তৃক মঙ্গল কুমার চাকমা নামে এক ব্যক্তির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ডাকাতদের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন মঙ্গল কুমার চাকমার পুত্রবধু অনিতা চাকমা (২৬)।

গতকাল মঙ্গলবার (৯ মার্চ ২০২১) সকাল ১০টার সময় মাটিরাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ডের বরঝালা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত অনিতা চাকমার স্বামীর নাম সোহেল চাকমা। বর্তমানে তিনি মাটিরাঙ্গা সদর হাসপাতালে চিকিসাধীন রয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে বাড়ির সকল সদস্য বিভিন্ন কাজে বাইরে যাওয়ায় বাড়িতে অনিতা চাকমা একা ছিলেন। সকাল আনুমানিক ১০টার দিকে সেটলার ডাকাতরা (সংখ্যা জানা যায়নি) বাড়িতে হানা দিয়ে কেউ না থাকার সুযোগে অনিতা চাকমার ওপর ধারালো ছুরি দিয়ে হামলা করে তার স্বর্ণের কানের দুল, গলার চেইনসহ বাড়িতে রাখা অন্তত এক ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ডাকাতদের ছুরিকাঘাতে অনিতা চাকমার মাথায় ও গালে গুরুতর জখম হয়েছেন।

পরে ঘটনাটি জানাজানি হবার পর স্থানীয়রা আহত অবস্থায় অনিতা চাকমাকে উদ্ধার করে মাটিরাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করেন। বর্তমানে সেখানে তিনি চিকিসাধীন রয়েছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনায় জড়িতদের প্রকৃত পরিচয় (নাম, ঠিকানা) জানা যায়নি। এছাড়া ঘটনাটি কিভাবে ঘটেছে, ডাকাতরা সংখ্যায় কতজন ছিল, আরও অন্য কিছু ঘটেছে কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি। আহত অনিতা চাকমা একটু সুস্থ হলে ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এদিকে, উক্ত ঘটনায় মাটিরাঙ্গা থানায় অবগত করা হলেও পুলিশ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে কোন পদক্ষেপ নেয়নি বলে জানা গেছে। এমনকি নানা অজুহাতে এখনও থানায় মামলা গ্রহণ করা হয়নি বলেও অভিযোগ পাওয়া গেছে।





0/Post a Comment/Comments