""

মাটিরাঙ্গা ও গুইমারায় ৫০০ পরিবারের মাঝে ইউপিডিএফের চাল বিতরণ

মাটিরাঙ্গা প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ২৩ মে ২০২১


খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলায় নিম্ন আয়ের গরীব-অসহায় ৫০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

আজ রবিবার (২৩ মে ২০২১) ইউপিডিএফ’র মাটিরাঙ্গা ও গুইমারা ইউনিটের উদ্যোগে এই চাল বিতরণ করা হয়।

মাটিরাঙ্গায় চাল বিতরণ করেন ইউপিডিএফ সংগঠক তৈফাং ত্রিপুরা, জিতেন ত্রিপুরা এবং গুইমারায় চাল বিতরণ করেন ইউপিডিএফ সংগঠক নিশান মারমা, তানিমং মারমা ও রানা মামা। এ সময় গরীব-অসহায় ৫০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।


ইউপিডিএফের মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলার ইউনিটের সংগঠকরা বলেন, কোভিডের প্রাদুর্ভাব বৃদ্ধির ফলে সরকারের কঠোর বিধি-নিষেধ জারির কারণে নিম্ন আয়ের মানুষ চরম অর্থ ও খাদ্য সংকটের মধ্যে দিনযাপন করতে বাধ্য হচ্ছেন। তাই ইউপিডিএফ জনসেবামূলক কাজের অংশ হিসেবে গরীব-অসহায় মানুষের মাঝে ন্যুনতম সহযোগিতা দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।  

তারা বলেন, ইউপিডিএফ হচ্ছে জনগণের পার্টি। তাই জনগণের সুখ-দুঃখে পার্টি সবসময় পাশে রয়েছে এবং থাকবে।

নেতৃবৃন্দ দুর্যোগের সময় পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সামাজিক বন্ধন সুদৃঢ় করা ও অস্তিত্ব রক্ষার আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। একই সাথে তারা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্যও জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।





0/Post a Comment/Comments