""

তাইন্দংয়ে বাড়ি বাড়ি সেনা তল্লাশি, ক্রসফায়ারের হুমকি!


মাটিরাঙ্গা প্রতিনিধি 
।। মাটিরাঙ্গার তাইন্দং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পোড়াবাড়ি গ্রামে একদল সেনা সদস্য কর্তৃক বাড়ি বাড়ি তল্লাশি ও এক গ্রামবাসীকে ক্রসফায়ারের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল শনিবার (১৯ জুন ২০২১) সকাল ১০টা থেকে প্রায় দিনভর এই হয়রানিমূলক তল্লাশি কার্যক্রম চালানো হয়। এতে এলাকার জনমনে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

জানা যায়, সেনা সদস্যরা গ্রামে ঢুকে প্রথমে সিংসা ত্রিপুরা(৬৫) নামে এক বৃদ্ধকে গলায় ধারালো দা উচিয়ে ধরে ‘সন্ত্রাসীদের’ দেখিয়ে দেয়ার জন্য ভয়-ভীতি দেখায়। এছাড়া অপর আরো এক গ্রামবাসী যতীন ত্রিপুরাকে (৪৫) বুকে বন্দুক তাক করে ক্রসফায়ারের হুমকি প্রদান করে।

এরপর সেনারা গ্রামের ধর্মীয় গুরু (সাধু) এর বাড়িসহ গ্রামে একের পর এক বাড়িতে বিনা অনুমতিতে ঢুকে ’অস্ত্র’ খোঁজার নামে তল্লাশি চালায়। তারা গ্রামের অন্তত ১৩ গ্রামবাসীর বাড়িতে এ হয়রানিমূলক তল্লাশি পরিচালনা করে। তবে ব্যাপক তল্লাশির পরও তারা কারোর বাড়ি থেকে অবৈধ কোন কিছু উদ্ধার করতে পারেনি।

যাদের বাড়িতে তল্লাশি চালানো হয় তারা হলেন- ১, পাড়া প্রধান (কার্ব্বারী) টিক্কা ভূষণ ত্রিপুরা (৬৫), পিতা মৃত- মহি ভট্টার ত্রিপুরা, ২.ধন ত্রিপুরা (৩৫) পিতা- টিক্কা ভূষণ ত্রিপুরা, ৩.শোভা রঞ্জন ত্রিপুরা (৩৮) পিতা- টিক্কা ভূষণ ত্রিপুরা, ৪. হতেন্দ্র ত্রিপুরা (৪৮) পিতা- মমিন্দ্র ত্রিপুরা, ৫, সুবিনার্থ ত্রিপুরা (৩৩) পিতা- সুনীল ত্রিপুরা, ৬. জগদীশ ত্রিপুরা (৪০) পিতা- জামিনী ত্রিপুরা, ৭.সুমিনী ত্রিপুরা (৩২) পিতা- পল্লদ ত্রিপুরা, ৮.মলিন কুমার ত্রিপুরা (২৯) পিতা- পল্লদ ত্রিপুরা, ৯. বলেন কুমার ত্রিপুরা (২৬) পিতা- পল্লদ ত্রিপুরা, ১০. শচী রঞ্জন ত্রিপুরা (৬৭) পিতা- মৃত রঙ্গন্ন ত্রিপুরা, ১১. মহ কুমার ত্রিপুরা (সাধু), বয়স- ৬০, পিতা- মৃত ধীরেন্দ্র ত্রিপুরা, ১২.রাজ কুমার ত্রিপুরা (২৮) পিতা- যুদ্ধ মনি ত্রিপুরা, ১২. অন্ত ত্রিপুরা (৪৫) পিতা- কৃপা রঞ্জন ত্রিপুরা ও ১৩. মহন ত্রিপুরা (৭০) পিতা- মৃত ধীরেন্দ্র ত্রপুরা।

সেনারা প্রায় দিনভর সেখানে অবস্থান করে। এতে গ্রামবাসীদের মনে আতঙ্ক দেখা দেয়।

স্থানীয়রা অভিযোগ করে জানান, গত ১৪ জুন হতে মাটিরাঙ্গা জোনের বিপুল সংখ্যক সেনা সদস্য ভারতের সীমান্তবর্তী তাইন্দং এলাকার পং পাড়া, লাইফু পাড়া, বাঘ্যা পাড়া (বর্তমান তিন নম্বর), মরাটিলা ও বান্দরসিং পাড়ায় তাঁবু খাটিয়ে অস্থায়ী ক্যাম্প স্থাপন করে অবস্থান করছে। সেখান থেকে তারা রাতে বিরাতে বিভিন্ন পাহাড়ি গ্রামে তল্লাশির নামে পাহাড়িদের উপর হয়রানির করছে। পং পাড়ায় অবস্থানরত সেনা সদস্যরা উক্ত পোড়াবাড়ি পাড়ায় বাড়ি বাড়ি তল্লাশি অভিযানটি চালিয়েছে বলে তারা অভিযোগ করেছেন।





0/Post a Comment/Comments