""

বর্মাছড়িতে ২০০ দুস্থ পরিবারকে ইউপিডিএফের খাদ্য সহায়তা


লক্ষ্মীছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
 ।। খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি ইউনিয়নে ২০০ দুস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) লক্ষ্মীছড়ি ইউনিট।

আজ শনিবার (১৯ জুন ২০২১) ইউপিডিএফের লক্ষ্মীছড়ি ইউনিটের সংগঠক সরল চাকমা ও সুনীল চাকমা ২০০ দুস্থ-অসহায় পরিবারকে খাদ্য সহায়তা হিসেবে ২০ কেজি করে চাল বিতরণ করেন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।


সুনীল চাকমার সঞ্চালনায় চাল বিতরণ অনুষ্ঠানে সরল চাকমা বলেন, করোনা মহামারীর কারণে দীর্ঘদিন ধরে সরকারের কঠোর বিধি-নিষেধ চলমান থাকায় সাধারণ খেটে-খাওয়া, গরীব-অসহায় মানুষের মধ্যে বিরূপ প্রভাব পড়েছে। ফলে তাদের আয়-উপার্জন কমে গিয়ে স্বাভাবিক জীবন-যাপনে সমস্যা সৃষ্টি হচ্ছে।

তিনি বলেন, ইউপিডিএফ হচ্ছে জনগণের পার্টি। জনগণের জন্যই ইউপিডিএফ লড়াই-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তাই জনগণের দুঃখ-দুর্দশায় পার্টি সবসময় পাশে রয়েছে।

তিনি জনগণ ও পার্টির মধ্যেকার ঐক্য গড়ার মাধ্যমে করোনা মহামারিসহ সকল পরিস্থিতি মোকাবেলা করা ও পূর্ণস্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লড়াইকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।





0/Post a Comment/Comments