""

গণতান্ত্রিক যুব ফোরামের কাউখালী উপজেলা ও ঘাগড়া ইউপি কমিটির যৌথ কাউন্সিল অনুষ্ঠিত


কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি, সিএইচটি নিউজ
 ।। “উন্নয়ন ও পর্যটনের নামে পার্বত্য চট্টগ্রামে ভূমি বেদখলের ষড়যন্ত্র বন্ধ কর” এই শ্লোগানে ও  “হে যুবসমাজ! রাষ্ট্রীয় সকল ষড়ডন্ত্র নস্যাৎ করে পূর্ণস্বায়ত্তশাসন আন্দোলনকে বেগবান করি” এই  আহ্বানে গণতান্ত্রিক যুব ফোরামে কাউখালী উপজেলা কমিটি ও ৩নং ঘাগড়া ইউনিয়ন কমিটির যৌথ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১৮ জুলাই ২০২১) এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।

কাউন্সিলে আলোচনার শুরুতে পূর্ণস্বায়ত্তশাসন আন্দোলনে সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও দলীয় সংগীত পরিবেশন করা হয়। 

কাউন্সিল সভায় কেলিন চাকমার সভাপতিত্বে ও মিথুন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক নির্ণয় চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক শুভ চাক, হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী পাইথুইমা মারমা ও পিসিপি’র কাউখালী থানা শাখার সহ-সভাপতি রুপক চাকমা।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের নিশ্চিহ্ন করতে সরকার অবৈধভাবে সেটলার পুনর্বাসন করেছে। পাঁচ দশকেরও অধিক সময় ধরে পাহাড়ে সেনাশাসন জারি রেখে পার্বত্য চট্টগ্রামবাসীদের জিম্মি করে রেখেছে। 

বক্তারা আরও বলেন, পাহাড়ে কথিত উন্নয়ন ও পর্যটনের নামে, কখনো ক্যাম্প স্থাপনের নামে, কখনো সেটলারদের দিয়ে দাঙ্গা বাঁধিয়ে ভূমি বেদখলের মাধ্যমে বন-প্রকৃতিকে ধ্বংসের পাঁয়তারা চলছে। প্রতিনিয়ত কোথাও না কোথাও ভূমি বেদখল করা হচ্ছে। এই দখলদার, ভূমিখেকোদের বিরুদ্ধে ছাত্র-নারী-যুবকদের ঐক্যবদ্ধ প্রতিরোধ সংগ্রামের বিকল্প নেই। 

যৌথ কাউন্সিলে কাউখালি উপজেলা শাখার থুইনুমং মারমাকে সভাপতি ও সুমন চাকমাকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি ও ঘাগড়া ইউনিয়ন কমিটিতে কেলিন চাকমাকে সভাপতি ও অভি চাকমাকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কাউন্সিলের যৌথ কমিটিকে শপথ বাক্য পাঠ করান যুব ফোরামের কেন্দ্রীয় কমিটি সহ-সাধারণ সম্পাদক শুভ চাক। শপথ বাক্য পাঠ করানোর পরপরই সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।





0/Post a Comment/Comments